দুর্বলদের উপর আক্রমণ ‘শক্ত হাতে’ রোখার ডাক রাষ্ট্রপতির

0

‘ধরো হাল শক্ত হাতে’।

দলিত এবং সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক আক্রমণের ঘটনা কড়া হাতে রুখতে হবে। ৭০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বার্তাই দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, “দূর্বলতম শ্রেণির উপর যে ভাবে আক্রমণ চলছে তা আমাদের জাতীয় মূল্যবোধের পরিপন্থী। একে ‘কঠোর হস্তে’ দমন করা প্রয়োজন।”

তিনি বলেন, “আমাদের সমাজের সমষ্ঠিগত প্রজ্ঞা আমাকে এই ভরসা দেয় যে এই ধরনের শক্তি কোণঠাসা হবে এবং দেশের প্রগতি বাধাহীন ভাবে এগিয়ে চলবে।”

ভাষণে রাষ্ট্রপতি পিছিয়ে পড়া শ্রেণির উন্নতির উপরও জোর দিতে বলেন, যাতে তাঁরা দেশের অগ্রগতির অংশী হতে পারেন। তাঁর মতে “ভারত এগোবে, যখন সমগ্র দেশ এগোবে।”

উল্লেখযোগ্য, কিছু দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বঘোষিত ‘গো রক্ষক’দের বিরুদ্ধে সরব হন।  

ভাষণে সন্ত্রাসবাদ প্রসঙ্গও উল্লেখ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, “ধর্মের নামে সন্ত্রাসবাদ চলছে। তার বিরুদ্ধে সমগ্র বিশ্বকে নিঃশর্ত ভাবে এক সুরে আওয়াজ তুলতে হবে।”

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন