কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলি আসন ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েনাড় থেকে তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়েনাড়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলি এবং ওয়েনাড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড় ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড় থেকে।”
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খরগের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, এবং এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন।
রায়বরেলিতে এ বছর রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সনিয়া গান্ধী। তারও আগে রায়বরেলি থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরোনো গড়ে রাহুল এ বছর পেয়েছেন মা সনিয়ার থেকেও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লক্ষ ভোটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের অমেঠী থেকে হেরে গেলেও কেরলের ওয়েনাড় থেকে জয়ী হয়েছিলেন রাহুল। এ বার রায়বরেলিতে জেতার পরে সেই ওয়েনাড় ছেড়ে দিলেন রাহুল।
ইভিএম নিয়ে অভিযোগ মমতা থেকে মাস্কের, কী ভাবে ভোট হবে আমেরিকায়
২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। ফলে এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে ‘বিরোধী দলনেতা’ পদ। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি দুটি আসন থেকেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধানে জয়ী রাহুলই এ ক্ষেত্রে দলের ‘পছন্দ’ বলে গত ৮ জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। জল্পনা ছিল, সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কিন্তু রাহুল বা তাঁর দলের তরফ থেকে এ বিষয়ে কোনও বার্তা মেলেনি।
I'm very happy to be able to represent Wayanad.
— Congress (@INCIndia) June 17, 2024
I won't let the people of Wayanad feel Rahul ji's absence.
I will try my best to be a good representative.
रायबरेली के साथ मेरा बहुत पुराना रिश्ता है, जो किसी भी कीमत पर टूट नहीं सकता।
मैं और राहुल भैया.. रायबरेली और वायनाड… pic.twitter.com/KuM1LBEU7P
কংগ্রেসের এই নতুন পরিকল্পনা কেবলমাত্র দলের জন্য নয়, গোটা রাজনৈতিক পরিসরের জন্যও একটি বড়ো পরিবর্তন সূচিত করেছে। ফলে প্রথমবার ভোট লড়বেন প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর ওয়েনাড় থেকে লড়াই করার সিদ্ধান্ত কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলকে কতটা শক্তিশালী করবে তা সময়ই বলবে।