সুপ্রিম কোর্টে বড়ো স্বস্তি নূপুর শর্মার, সমস্ত মামলা স্থানান্তরিত হল দিল্লিতে

বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলিকে দিল্লিতে স্থানান্তর করেছে সুপ্রিম কোর্ট।

0
নূপুর শর্মা। প্রতীকী ছবি

নয়াদিল্লি: বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মা বড়োসড়ো স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টে। বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলিকে দিল্লিতে স্থানান্তর করেছে সুপ্রিম কোর্ট।

এর আগে ১৯ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আগামী ১০ আগস্ট পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয়। এ ছাড়াও আটটি রাজ্যে নথিভুক্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার নোটিশ জারি করা হয়েছিল।

এ দিন শুনানির সময় নূপুরের আইনজীবী মনিন্দর সিংহ বলেন, “অনেক পক্ষের জবাব আসেনি। আমরা পশ্চিমবঙ্গ থেকে বারবার সমন পাচ্ছি”। এ বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, “তবে, আমরা শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত করেছি”। এর পর মনিন্দর সিংহ বলেন, সব মামলা দিল্লিতে স্থানান্তর করাই ভালো।

এর পর বিচারপতি প্রশ্ন করেন, “১৯ জুলাই আমাদের শুনানির পর আর কোনো এফআইআর হয়েছে কি? আমরা সমস্ত এফআইআর এক সঙ্গে স্থানান্তর করে দিল্লিতে স্থানান্তর করব”। এই বিষয়ে মনিন্দর বলেন, এফআইআর বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদনের অনুমতি দেওয়া উচিত। এতে বিচারপতি বলেন, “হ্যাঁ, করা হবে”।

নির্দেশে বিচারপতি বলেন, “আবেদনকারী (নূপুর শর্মা) তাঁর বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর বাতিল বা দিল্লিতে স্থানান্তর করার জন্য চেয়েছিলেন, যাতে একই সংস্থা তদন্ত পরিচালনা করতে পারে। ১ জুলাই, আমরা সেই দাবি প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু পরে নতুন তথ্য আমাদের কাছে জমা দেওয়া হয়েছে। আমরা পরে দেখেছি নিরাপত্তাজনিত কারণে আবেদনকারীর পক্ষে সারাদেশে আদালতে যাওয়া সম্ভব নয়”।

তিনি উপসংহারে বলেন, “আমরা এফআইআর বাতিলের দাবিতে কোনো আদেশ দিচ্ছি না। এর জন্য আবেদনকারী দিল্লি হাইকোর্টে দাবি জানাতে পারেন। আমরা আবেদনকারীর জীবনের জন্য গুরুতর ঝুঁকির বিষয়টি বিবেচনা করেছি। আমরা সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করছি। দিল্লি পুলিশ তদন্ত করবে।”

আরও পড়তে পারেন:

‘সম্পত্তি নিয়ে কিছু লুকোইনি’, মুখ খুললেন ফিরহাদ-ব্রাত্যরা

‘তৃণমূল মানেই চোর নয়’, সাংবাদিক বৈঠক করে বললেন ফিরহাদ-ব্রাত্যরা

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অংশ, যেখানে খুন করেও দোষী সাব্যস্ত হওয়ার ভয় নেই

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন