epfo

নয়াদিল্লি: অবসরপ্রাপ্ত তহবিল সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) -এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় ২.৭ কোটি সদস্যের ব্যক্তিগত ও পেশাদারি বিবরণের তথ্য চুরির সম্ভাবনা দেখা দিল।

ইলেক্ট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে, কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার লিখিত ভাবে জানিয়েছেন, হ্যাকাররা ইপিএফও-র আধার সংযুক্তিকরণের পোর্টালটি হ্যাক হয়েছে। এবং সেখান থেকে সদস্যদের ব্যক্তিগত তথ্য চুরির সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। কমিশনার মন্ত্রকের প্রযুক্তি দলকে পোর্টালটি বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছেন। aadhaar.epfoservices.com নামের পোর্টালটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। নীচে কমিশনারের লেখা সেই চিঠি-

epfo letter

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here