দেশ
চার্জশিট দিতে পারেনি এনআইএ, প্রমাণের অভাবে জামিন পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারীর

ওয়েবডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এর ফলে জামিনে মুক্তি হয়ে গেল পুলওয়ামা জঙ্গি হামলায় অভিযুক্ত ইউসুফ চোপানের।
ভয়াবহ ওই জঙ্গি হামলার বর্ষপূর্তির মাত্র কয়েক দিন পরেই গত ১৮ ফেব্রুয়ারি দিল্লির এক বিশেষ আদালত থেকে জামিনে মুক্তি পায় চোপান। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। নিহত হন ৪০ জন জওয়ান। এই হামলায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জঈশ-এ-মহম্মদের হাত স্পষ্ট হয়।
ওই হামলার ঘটনাতেই জড়িত সন্দেহে মোট আটজনকে গ্রেফতার করে এনআইএ। দু’টি চার্জশিটও পেশ করা হয়। তবে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ওই দু’টি চার্জশিটে নাম ছিল না ইউসুফ চোপানের।
আরও পড়ুন করোনাভাইরাসের থাবায় বিধ্বস্ত শেয়ার বাজারও, ১১ বছরে সব থেকে ভয়াবহ পতন শেয়ার সূচকে
এনআইএ-এর বিশেষ আদালতের বিচারপতি জানান, ১১ ফেব্রুয়ারি সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। প্রমাণের অভাবে এই সময়সীমার মধ্যে চোপানের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি এনআইএ। তার ফলে গত ১৮ ফেব্রুয়ারি বিচারক প্রবীণ সিং পুলওয়ামার ষড়যন্ত্রকারী সন্দেহে ধৃত ইউসুফ চোপানকে অন্তর্বর্তী জামিন দেন। তাকে ৫০,০০০ টাকার বন্ডে জামিন নিতে হয়েছে।
এই ঘটনায় সরগরম রাজনৈতিক মহল। সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। কংগ্রেস নেতা তিনি বলেন, “পুলওয়ামার ষড়যন্ত্রকারীকে জামিন দেওয়া পুলওয়ামার শহিদদের প্রতি অবিচার ছাড়া কিছুই নয়।”
দেশ
ফের উত্তরপ্রদেশ! মেয়েকে খুন করে, কাটা মাথা হাতে নিয়ে গ্রামে ঘুরে বেড়ালেন ব্যক্তি
বুধবার দুপুরে উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

খবরঅনলাইন ডেস্ক: যত দিন যাচ্ছে, উত্তরপ্রদেশে মেয়েদের করুণ অবস্থাটা যেন বার বার সামনে আসছে। এ বার অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে যে তিনি তাঁর মেয়েকে খুন করে কাটা মাথা নিয়ে গ্রামের পথে ধরে হেঁটে যাচ্ছিলেন।
বুধবার দুপুরে উত্তরপ্রদেশের হারদোই জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, ১৭ বছরের কন্যা সন্তানের মাথা কেটে, হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন সরভেশ কুমার। লখনউ থেকে ২০০ কিমি দূরে পান্দেতারা গ্রামে তাঁর বাড়ি।
মাঝপথে দু’জন পুলিশকর্মী ওই ব্যক্তিকে আটকান। তারপর ফোনে ভিডিও করতে শুরু করেন। নাম, ঠিকানা জিজ্ঞাসা করেন। কার মাথা হাতে ঝুলিয়ে তিনি যাচ্ছেন, সেটাও জিজ্ঞাসা করেন। নির্বিকার ভাবে যাবতীয় প্রশ্নের উত্তর দেন সরভেশ। ভিডিওতেই ওই ব্যক্তি স্বীকার করেন, তিনিই মেয়ের মাথা কেটে হাতি ঝুলিয়ে চলেছেন থানায়।
পরে আরও প্রশ্ন করতে জানা যায়, মেয়ের সম্পর্কের কারণে অসন্তুষ্ট বাবা এই কাণ্ড ঘটিয়েছেন। ভিডিওতে নির্বিকার চিত্তে তিনি জানান, ঘরের দরজা বন্ধ করে একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়ের মাথা কেটে ফেলেছেন তিনি। বাকি দেহাংশ ঘরের মধ্যেই পড়ে আছে।
পুলিশ এই ভয়ানক বর্ণনা শোনার পর ওই কাটা মাথা রাস্তায় নামিয়ে ওখানেই সরভেশকে আটক করে। পুলিশের হাতে ধরা দিতেও তিনি অবশ্য কোনো প্রতিবাদ করেনি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ছ’বলে ছয় ছক্কা, গিবস, যুবরাজের রেকর্ড স্পর্শ করলেন কায়রন পোলার্ড
দেশ
নতুন সংক্রমণ ছাড়াল ১৭ হাজারের গণ্ডি, শুধু মহারাষ্ট্রেই ১০ হাজার
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ২.২৪ শতাংশ।

খবরঅনলাইন ডেস্ক: একটা রাজ্য মহারাষ্ট্র। সেখানেই ঘটে চলেছে করোনা সংক্রমণের সব থেকে উদ্বেগজনক বৃদ্ধি। আর দেশের বাকি অংশে তা মোটের ওপরে স্বাভাবিক। এক মাসেরও বেশি সময় পর দেশে দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি অতিক্রম করে ফেলেছে। এর মধ্যে মহারাষ্ট্রেই নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ১০ হাজার জন।
নতুন আক্রান্ত ১৭ হাজারের বেশি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১১ লক্ষ ৫৬ হাজার ৯২৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৩,২৮৭ জন। বর্তমানে দেশে ১.৫৫ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।
দৈনিক সংক্রমণের হারের ওঠানামা
দেশে সংক্রমণ ক্রমশ বাড়তে থাকলেও দৈনিক সংক্রমণের হারে খুব একটা বৃদ্ধি দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত তিন শতাংশ অতিক্রম করেনি। গত ২৪ ঘণ্টায় ভারতে ৭ লক্ষ ৭৫ হাজার ৬৩১টি নমুনার পরীক্ষা হয়েছে। এর ফলে এ দিন সংক্রমণের হার ছিল ২.২৪ শতাংশ।
এ দিকে ৩ মার্চ পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৯৮ লক্ষ ৭৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন ৫.০৭ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে এই আশা করাই যায়।
সংক্রমণ কোথায় কেমন?
মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ আচমকা বেড়ে গিয়েছে আরও অনেকটাই। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮৫৫ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা কেরলে (২,৭৬৫) সংক্রমণ আরও কমেছে।
অন্য দিকে সংক্রমণের নিরিখে উদ্বেগ আরও বাড়িয়েছে পঞ্জাব (৭৭২) এবং মধ্যপ্রদেশ (৪১৭)। তবে গুজরাত (৪৭৫) এবং ছত্তীসগঢ়ে (২৬৭) পরিস্থিতি খুব একটা খারাপ হয়নি।
এ ছাড়া, সংক্রমণের নিরিখে প্রথম থেকেই আরও যে কয়েকটা রাজ্য ওপরের সারিতে রয়েছে সেই তামিলনাড়ু (৪৮৯), কর্নাটক (৫২৩), পশ্চিমবঙ্গ (২২৫), দিল্লি (২৪০) এবং অন্ধ্রপ্রদেশে (১৩৫) পরিস্থিতি মোটের ওপরে ঠিকঠাক রয়েছে।
সুস্থ হলেন ১৪ হাজারের বেশি
তবে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি আসা মানে স্বাভাবিক ভাবে ধীরে ধীরে সুস্থতার সংখ্যাতেও বৃদ্ধি আসা। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জন সুস্থ হয়েছেন দেশে। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৭৫ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.০৩ শতাংশ।
মৃতের সংখ্যা কিছুটা কমল
ভারতের মৃতের সংখ্যা আরও কিছুটা কমল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ছিল ০.৫ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৪৩৫ জনের। বোঝা যাচ্ছে যে দেশে মৃত্যুহার ক্রমশ কমছে। বর্তমানে ভারতে সামগ্রিক মৃত্যুহার ১.৪১ শতাংশ।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল কুড়িতে, জেলায় পারদের আরও পতন
দেশ
রেশন কার্ড সম্পর্কিত সমস্যায় অভিযোগ জানান এই নম্বরগুলিতে, দেখে নিন সম্পূর্ণ তালিকা
সমস্যার মুখোমুখি হলে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

ওয়েবডেস্ক: ন্যায্যমূল্যের দোকান থেকে সরকার নির্ধারিত দামে চাল, গমের মতো খাদ্য শস্যগুলি পাওয়া যায় রেশন কার্ডের মাধ্যমে। করোনা মহামারির আবহে বিনামূল্যে খাদ্যশস্য সরাবরাহের বন্দোবস্ত করেছে সরকার। তবে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ তুলতে শোনা যায় গ্রাহককে। এমনটাও শোনা যায়, রেশন ডিলাররা কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য থেকে তাঁদের বঞ্চিত করছেন। আপনি যদি এ ধরনের কোনো সমস্যার মুখোমুখি হন, তা হলে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
টোল-ফ্রি হেল্পলাইন নম্বর
দুর্নীতি হ্রাস ও খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে সরকার অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। সরকারি বরাদ্দ যাতে গ্রাহকের কাছে পৌঁছানো নিশ্চিত করা যায়, সেটাই লক্ষ্য। কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের খাদ্যশস্য বিতরণের সঙ্গে জড়িত রেশন ডিলারদের উপরও নজরদারি চালায়। যদি কোনও রেশন কার্ডধারী বরাদ্দ অনুযায়ী খাদ্যশস্য না পান, তা হলে তাঁরা টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে কল করে নিজের অভিযোগ দায়ের করতে পারেন।
একেক রাজ্যে নম্বর আলাদা
পাশাপাশি আপনি এনএফএসএ ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন। জাতীয় খাদ্য সুরক্ষা পোর্টালে প্রতিটি রাজ্যের জন্য বিভিন্ন টোল-ফ্রি নম্বর দেওয়া হয়েছে। আপনি চাইলে এনএফএসএ ওয়েবসাইট https://nfsa.gov.in-এ যেতে পারেন। এই ওয়েবসাইটে মেল এবং ফোন নম্বরগুলির মাধ্যমে অভিযোগ দায়ের করা যায়। প্রতিটি রাজ্যের আলাদা আলাদা টোল ফ্রি নম্বর রয়েছে। মনে রাখবেন, রেশন কার্ড তৈরির পদ্ধতিও প্রতিটি রাজ্যে আলাদা।
রাজ্য ভিত্তিক হেল্পলাইন নম্বর
অন্ধ্রপ্রদেশ – 1800-425-2977
অরুণাচলপ্রদেশ – 03602244290
অসম – 1800-345-3611
বিহার – 1800-3456-194
ছত্তীসগঢ় – 1800-233-3663
গোয়া – 1800-233-0022
গুজরাত – 1800-233-5500
হরিয়ানা – 1800–180–2087
হিমাচলপ্রদেশ – 1800–180–8026
ঝাড়খণ্ড – 1800-345-6598, 1800-212-5512
কর্নাটক – 1800-425-9339
কেরল – 1800-425-1550
মধ্যপ্রদেশ – 181
মহারাষ্ট্র – 1800-22-4950
মণিপুর – 1800-345-3821
মেঘালয় – 1800-345-3670
মিজোরাম – 1860-222-222-789, 1800-345-3891
নাগাল্যান্ড – 1800-345-3704, 1800-345-3705
ওড়িশা – 1800-345-6724 / 6760
পঞ্জাব – 1800-3006-1313
রাজস্থান – 1800-180-6127
সিকিম – 1800-345-3236
তামিলনাড়ু – 1800-425-5901
তেলঙ্গানা – 1800-4250-0333
ত্রিপুরা – 1800-345-3665
উত্তরপ্রদেশ – 1800-180-0150
উত্তরাখণ্ড – 1800-180-2000, 1800-180-4188
পশ্চিমবঙ্গ – 1800-345-5505
দিল্লি – 1800-110-841
জম্মু – 1800-180-7106
কাশ্মীর – 1800–180–7011
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ – 1800-343-3197
চণ্ডীগড় – 1800–180–2068
দাদরা এবং নগরহাভেলি এবং দমন এবং দিউ – 1800-233-4004
লাক্ষাদ্বীপ – 1800-425-3186
পুদুচেরি – 1800-425-1082
আরও পড়তে পারেন: পেট্রোল, ডিজেল সাড়ে ৮ টাকা সস্তা হতে পারে! কী ভাবে
-
বিনোদন3 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
রাজ্য3 days ago
বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট জানালেন তেজস্বী যাদব
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত