পুরী: এবারের রথযাত্রা শনিবার, ৭ তারিখে অনুষ্ঠিত হবে, তবে জগন্নাথদেবের সেবায়েতদের মতে, রথযাত্রা শুরু হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে। স্নানযাত্রার পর জগন্নাথদেব জ্বরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর এই অসুস্থতার লীলা শেষে হয়, তারপর দুদিন পরে রথযাত্রা হয়। এর মাঝে নেত্র উৎসব ও নব যৌবন উৎসব পালন করা হয় মন্দিরের অভ্যন্তরে।
তবে, এবছর তিথির কারণে নেত্র উৎসব, নব যৌবন উৎসব এবং রথযাত্রা একই দিনে পড়েছে। ফলে, রথযাত্রা শুরু হতে সন্ধ্যা হয়ে যেতে পারে। সন্ধ্যার পর অন্ধকার হলে রথ কিছুটা এগিয়ে রাস্তায় অপেক্ষা করবে, পরের দিন পুনরায় যাত্রা শুরু হবে।
ধর্মীয় প্রথা অনুসারে, স্নানযাত্রার পর দুই ভাই ও বোন জ্বরে আক্রান্ত হন এবং তাঁদের আলাদা ঘরে রাখা হয়। সুস্থ হয়ে ওঠার পর বিগ্রহে রূপটানের জন্য নেত্র উৎসব ও নব যৌবন উৎসব পালিত হয়, যা ভক্তরা সাধারণত দেখতে পান। তবে, এবার সেই রীতিতে পরিবর্তন আসছে। উৎসব পালিত হবে, তবে ভক্তরা তা দেখতে পাবেন না। সব রীতি পালনের পর রথযাত্রা শুরু হবে, যা বিকেল পাঁচটার পর হতে পারে।
এটি প্রথমবার নয় যখন তিনটি উৎসব একই দিনে পড়েছে। ১৯০৯ এবং ১৯৭১ সালেও একই ঘটনা ঘটেছিল। এবারের রথযাত্রা কখন শুরু হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
পুরীর এই বিশেষ উৎসবের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। রথের দড়িতে টান পড়ার সময় নিয়ে সবার মনোযোগ এখন তিথির দিকে।