বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে শনিবার তেজস যুদ্ধবিমান চালিয়ে ইতিহাস গড়লেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। নারী দিবস উপলক্ষ্যে সিন্ধু সহ-বিমানচালক হিসাবে এ দিন এরো ইন্ডিয়া ২০১৯ প্রদর্শনীতে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস ওড়ান।
WATCH 📹 @Pvsindhu1 enters a Tejas aircraft for a sortie at #AeroIndia2019 pic.twitter.com/M3SWfXvTeU
— TOI Sports (@toisports) February 23, 2019
সিন্ধু এ দিন বাহিনীর সবুজ রঙের পোশাক পরেছিলেন। সিঁড়ি বেয়ে উঠে যান এয়ারক্রাফটের ককপিটের ভেতরে।
আরও পড়ুন – গুজব রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, নবান্নে চালু হল মনিটরিং সেল
Shuttler PV Sindhu waves as she is about to take off for a sortie in the indigenous Light Combat Aircraft – Tejas in Bengaluru. #AeroIndia2019 pic.twitter.com/w6G6nx6N2n
— ANI (@ANI) February 23, 2019
প্রসঙ্গত, তেজস তৈরি করেছে দেশীয় সংস্থা হিন্দুস্থান এরোনোটিক্স লিমিটেড। এটি এক ইঞ্জিন বিশিষ্ট একাধিক কার্যক্রমে সক্ষম একটি হালকা ধরনের বিমান।
Badminton player PV Sindhu waves as she is about to take off for a sortie in the indigenous Light Combat Aircraft – Tejas in Bengaluru. #AeroIndia2019 pic.twitter.com/KvYkPLiGT5
— ANI (@ANI) February 23, 2019
উল্লেখ্য, এ দিন ছিল এই অনুষ্ঠানের শেষ দিন। এতে বিমানবাহিনীর সকল মহিলা চালকরাই এই উপলক্ষ্যে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উদ্দেশ্য ছিল, বিমানবাহিনীতে মহিলাদের সাফল্যকে তুলে ধরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।