নয়দিল্লি: “দুর্বল মোদী ভয় পান শি-কে।” জইশ নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে চিন ফের একবার ভেটো দেওয়ায় এ ভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই সঙ্গে মোদীর কূটনৈতিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল।
বৃহস্পতিবার সকালে মোদীর বিরুদ্ধে টুইটারে আক্রমণাত্মক হয়ে ওঠেন রাহুল। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সামনে মোদী দুর্বল, এই অভিযোগের পাশাপাশি তিনি বলেন, “চিন ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে তাঁর মুখ থেকে কোনো শব্দ বেরোয় না।”
আরও পড়ুন বোয়িং ৭৩৭ বসিয়ে দেওয়ার প্রভাব, ৩৫টি উড়ান বাতিল করল স্পাইসজেট
এর পর ‘নমোর চিন কূটনীতি’ নামে এক তালিকায় মোদীকে কটাক্ষ করে তিনি ৩টি পয়েন্ট লিখেছেন, “১. গুজরাতে দোলনায় চড়া, ২. দিল্লিতে আলিঙ্গন ৩. চিনে শি (জিনপিং)-র সামনে মাথা ঝোঁকানো।”
Weak Modi is scared of Xi. Not a word comes out of his mouth when China acts against India.
NoMo’s China Diplomacy:
1. Swing with Xi in Gujarat
2. Hug Xi in Delhi
3. Bow to Xi in China https://t.co/7QBjY4e0z3
— Rahul Gandhi (@RahulGandhi) March 14, 2019
উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জে ফের একবার মাসুদ আজাহারকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষণায় বাধা হয়ে দাঁড়ায় চিন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স-সহ গোটা বিশ্ব প্রস্তাবের পক্ষে সায় দিলেও চিনের বাধায় চতুর্থবার বেঁচে গেল মাসুদ আজাহার। ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।