নয়াদিল্লি: এনসিপি প্রধান শরদ পওয়ার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডুকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাজেটের পর সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী।
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অনুপস্থিতিতে অন্তর্বর্তী বাজেট পেশ করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। ভোটের আগে বহুবিধ প্রকল্প ঘোষিত হয়।
বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় কৃষির উন্নয়নে। বার্ষিক ৬ হাজার টাকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নামের প্রকল্প ঘোষিত হয়।
[ আরও পড়ুন: বাজেট লাইভ ]
প্রান্তিক এবং ছোটো ২ হেক্টর জমিতে চাষ করা কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন দু’টি পর্বে। এই খাতে বরাদ্দ হয়েছে ৭৫,০০০ কোটি টাকা।
কংগ্রেস সর্বভারতীয় সভাপতি কেন্দ্রের এই প্রকল্পে কৃষকদের অপনাম করা হয়েছে বলে দাবি করেছেন বাজটে পরবর্তী সাংবাদিক সম্মেলনে।
[ আরও পড়ুন: পথ দেখিয়েছিলেন চিদম্বরম, পায়ের ছাপ ফেললেন গয়াল! ]
তাঁর যুক্তি, বছরে ৬ হাজার মানে দিনে ১৭ টাকা ব্যয় করা হচ্ছে কৃষকদের জন্য। এটা তাঁদের অপমান করার নামান্তর মাত্র।
[ আরও পড়ুন: ভাড়াটিয়াদের জন্য বড়োসড়ো ঘোষণা কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে ]
দেশের সরকার যে আদতে কৃষকদের জন্য ততটা ভাবিত নয়, তা প্রমাণ করতেই রাহুল এই অভিযোগ করেছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।