আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলা প্রতিবাদের মধ্যে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানালেন। বুধবার এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার নিন্দা করেন এবং রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
রাহুল গান্ধী এক্স পোস্টে লেখেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় গোটা দেশ হতবাক। যে ভাবে তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছে, তা চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার চরম উদ্বেগ তৈরি করেছে।” তিনি আরও লেখেন, “ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে রক্ষার চেষ্টা স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। এই ঘটনার পর অভিভাবকেরা কীভাবে তাঁদের মেয়েকে মেডিক্যাল কলেজে পড়তে পাঠাবেন, তা নিয়ে ভাবতে বাধ্য হয়েছি।”
রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে বলেন, “এই অসহনীয় যন্ত্রণার সময় আমি নিহতের পরিবারের পাশে আছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত, যা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।”
প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন, তবে তিনি রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনকে সরাসরি আক্রমণ করেননি। রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়া সেই দিক থেকে উল্লেখযোগ্য।