মুম্বই: মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে জয়ী হলেন বিজেপির প্রার্থী রাহুল নরবেকর। তিনি পেয়েছেন মোট ১৬৪টি ভোটে। ১০৭ ভোটে পরাজিত হয়েছেন মহাবিকাশ আঘাডীর প্রার্থী রঞ্জন সালভি।
কে এই রাহুল নরবেকর
৪৫ বছর বয়সি নরবেকর মুম্বইয়ের কোলবা বিধানসভা থেকে জয়ী বিধায়ক।
এর আগে শিবসেনা এবং এনসিপির সঙ্গে ছিলেন নরবেকর।
এনসিপি নেতা রামরাজে নায়েক-নিম্বলকার, যিনি মহারাষ্ট্র বিধান পরিষদের চেয়ারম্যান এবং স্পিকারও, তাঁর জামাই নরবেকর।
২০১৪ সালে দল ছাড়ার আগে তিনি শিবসেনার যুব শাখার মুখপাত্র ছিলেন।
শিবসেনা ছেড়ে তিনি শরদ পওয়ারের এনসিপিতে যোগ দেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি শিবসেনা প্রার্থীর কাছে হেরে যান
২০১৯ সালে বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। কংগ্রেস প্রার্থী অশোক জগতাপকে হারিয়ে জয়ী হন।
আরও পড়তে পারেন
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।