জম্মু-কাশ্মীরের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে রেল মন্ত্রকের প্রস্তুতি প্রায় শেষের পথে। শীতল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পাঁচটি এসি স্লিপার ট্রেন এবং একটি বন্দে ভারত ট্রেনকে বিশেষভাবে পরিবর্তিত করা হয়েছে। শীতপ্রতিরোধের জন্য ট্রেনের চাকায় ‘ফ্রস্ট ফর্মেশন’ ঠেকাতে আধুনিক ‘হিটিং সিস্টেম’ যুক্ত করা হয়েছে।
সুত্রের খবর, এই পরিষেবা চালুর জন্য কাটরা-রেয়াসি সেকশনে কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত পরিদর্শন তারিখ ৫ জানুয়ারি নির্ধারিত করা হয়েছে। সফল হলে আগামী মাস থেকেই কাশ্মীর উপত্যকায় রেল পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হতে পারে।
সুরক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মগুলিতে বিমানবন্দরের মতো যাত্রীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাত্রী এবং তাদের লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে।
এর মধ্যেই কাটরা-রেয়াসি সেকশনে মালবাহী ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, “আমরা এই মাসের মধ্যেই পরিষেবা চালুর বিষয়ে আশাবাদী। এর মাধ্যমে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ হবে।”
জল্পনা রয়েছে, ২৬ জানুয়ারি এই পরিষেবা উদ্বোধন হতে পারে। তবে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি এই পরিষেবার উদ্বোধন করতে পারেন। একই সঙ্গে তিনি কাশ্মীরের Z Morh টানেলের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
এটি চালু হলে, জম্মু-কাশ্মীরের সঙ্গে বাকি দেশের রেল যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।