মুম্বই: আপনার স্মার্টফোন নেই ? রেলের টিকিট কাটতে বা আসন সংরক্ষণ করতে দীর্ঘ লাইনে দাঁড়ানো ছাড়া কোনো গত্যন্তর নেই ? চিন্তার দিন শেষ হওয়ার পথে। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনাতে চলেছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, যাতে স্মার্টফোন ছাড়াও গ্রাহকরা রেলের টিকিট বুকিং করতে পারেন তার বন্দোবস্ত করছে রেল। এছাড়াও রেল ই-ওয়ালেট আর টিকিটের টাকা দেওয়ার জন্য নতুন মোবাইল অ্যাপলিকেশনও আনতে চলেছে। তিনি জানান, এই ভাবে টিকিট কাটার বিষয়টি যাতে অনেক বেশি জনপ্রিয়তা পায় সে ব্যাপারে খুবই সচেষ্ট তাঁর মন্ত্রক।
প্রভু বলেন, গোটা রেল পরিষেবার যাবতীয় লেনদেন যাতে নগদবিহীন ভাবে করা যায় তার জন্য নানা উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। টিকিটের পাশাপাশি টেন্ডার-সহ সব ক্ষেত্রেই এই ব্যবস্থা করা হবে। ‘ডিজিটাল ভারত’ গড়তে রেলের দিকে সব রকমের প্রয়াস চলছে। এই উদ্দেশ্যে এর আগে বেশ কিছু ছোটো-বড়ো রেল স্টেশনে ওয়াইফাই সুবিধাও চালু করা হয়েছে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী।