তৎকাল টিকিটের দুনিয়ায় কালোবাজারি ও অনিয়ম দীর্ঘদিনের সমস্যা। এবার সেই অনিয়মের রাশ টানতেই বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। পয়লা জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, ট্রাভেল এজেন্টদের জন্যও জারি হল কড়া বিধিনিষেধ।
রেলের তরফে জানানো হয়েছে, আইআরসিটিসি ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে, এবং সেই ওটিপি দেওয়া হলেই কনফার্ম হবে টিকিট। অর্থাৎ, টিকিট কাটার জন্য শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না, অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।
এছাড়া স্টেশন কাউন্টার থেকেও তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীকে আধার কার্ড দেখাতেই হবে। এই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তৎকাল টিকিট কাটার সময় বহু যাত্রীকে সমস্যার মুখে পড়তে হয়। ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে একসঙ্গে একাধিক টিকিট কাটার অভিযোগ বারবার উঠেছে। অনলাইনে অতি দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়ার জন্য অনেক সাধারণ যাত্রী চড়া দামে টিকিট কিনতে বাধ্য হন। কালোবাজারি রুখতেই আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত।
রেল জানায়, এজেন্টদের ক্ষেত্রেও বিশেষ নিয়ন্ত্রণ আনা হয়েছে। তৎকাল টিকিট কাটার সময় শুরু হওয়ার প্রথম ৩০ মিনিট এজেন্টরা কোনও টিকিট কাটতে পারবেন না। এসি হোক বা নন-এসি— সব তৎকাল শ্রেণিতেই এই নিয়ম কার্যকর হবে।
রেলের আশা, এই কড়া পদক্ষেপের ফলে ভুয়ো অ্যাকাউন্ট, কালোবাজারি ও সাধারণ যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে।