রেলযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত! এবার ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার ক্ষেত্রেও লাগু হচ্ছে সীমা। পাশাপাশি তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আধার। এই দুই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ জুলাই থেকে।
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, এবার থেকে কোনও ট্রেনের যে কোনও শ্রেণির (স্লিপার, এসি, চেয়ার কার প্রভৃতি) মোট আসনের ২৫ শতাংশ পর্যন্ত টিকিটই কাটা যাবে অপেক্ষমাণ তালিকায়। অর্থাৎ, যদি কোনও কোচে ৭২টি আসন থাকে, তবে সর্বাধিক ১৮টি টিকিটই ‘ওয়েটিং লিস্টে’ কাটা যাবে। আগে যেখানে অঞ্চলভিত্তিক ৩০০-৪০০ পর্যন্তও অপেক্ষমাণ টিকিট কাটা যেত, এবার তা পুরোপুরি বন্ধ হচ্ছে।
রেল জানিয়েছে, এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য টিকিট দালালদের দৌরাত্ম্য রোখা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এজেন্টরা মোটা টাকা নিয়ে ‘ওয়েটিং লিস্ট’-এর টিকিট কেটে দেন যাত্রীদের। অথচ সেই টিকিট নিশ্চিত হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। এর ফলে একদিকে যেমন যাত্রীরা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে রেলের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে।
এই জালিয়াতি রুখতেই আর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের— তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে হলে, ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকতেই হবে। শুধু অনলাইনে নয়, রেলস্টেশনের কাউন্টার থেকেও কেউ তৎকাল টিকিট কাটতে চাইলে তাঁকেও আধার দেখাতে হবে।
রেল জানিয়েছে, ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। আগে থেকেই যাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা যেন অবিলম্বে আধার যুক্ত করে নেন, সেই পরামর্শও দিয়েছে সংস্থা।
যাত্রী সুরক্ষা, স্বচ্ছতা এবং টিকিট ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই কঠোরতা, দাবি রেলের। রেলের তরফে আশা করা হচ্ছে, এই নিয়মের ফলে টিকিট দালালদের রুখে দেওয়া যাবে এবং প্রকৃত যাত্রীরাই সুবিধা পাবেন।