সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর

0
seemanchal express derail
দুর্ঘটনাগ্রস্ত সীমাঞ্চল এক্সপ্রেস

ওয়েবডেস্ক: রবিবার ভোর রাতে বেলাইন হল সীমাঞ্চল এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১২।

রবিবার রেলমন্ত্রী পীযূষ গয়াল মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

বিহারের জোগবনী থেকে দিল্লিগামী ১২৪৮৭ জোগবনী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস রবিবার ভোর চারটে নাগাদ হাজিপুরের কাছে সহদাই বুজুর্গ-এ লাইনচ্যুত হয়। ৯টি কোচ লাইন থেকে ছিটকে পড়ে।

পূর্ব মধ্য রেলের মুখপাত্র রাজেশ কুমার জানান, লাইনচ্যুত কোচগুলির মধ্যে রয়েছে একটি সাধারণ কামরা, এস৮, এস৯ ও এস১০ স্লিপার কোচ, বাতানুকূল এসি থ্রি টায়ার বি৩ কোচ এবং আরও চারটি কামরা।

বিহারের বৈশালী জেলার হাজিপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনটি পুরো গতিতে চলছিল বলে জানা যায়।

আরও পড়ুন চালু হল শিক্ষক বদলি, তবে প্রথম ধাপে মাত্র ৮টি জেলায়

সোনপুর ও বরাউনি থেকে দুটি চিকিৎসক দল দুর্ঘটনাস্থলে দ্রুত রওনা হয়ে গিয়েছে। উদ্ধার ও ত্রাণের কাজ চালানোর জন্য একটি অ্যাকসিডেন্ট রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়েছে।

রেল কর্তৃপক্ষ হেল্প লাইন নম্বর দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই নম্বরে যোগাযোগ করতে পারেন – সোনপুর ০৬১৫৮২২১৬৪৫, হাজিপুর ০৬২২৪২৭২২৩০ এবং বরাউনি ০৬২৭৯২৩২২২২।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন