Homeখবরদেশউপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

প্রকাশিত

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোট চলাকালীন জনসমক্ষে মালপুরা উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) অমিত চৌধুরিকে চড় মারার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই গ্রেফতারি। গত বুধবার উপনির্বাচন হয় রাজস্থানের দেওলি-উনিয়ারা আসনে। কংগ্রেসের প্রাক্তন নেতা নরেশ মীনা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। 

ঘটনার সূত্রপাত হয়েছিল টঙ্ক জেলার সামরাবতা গ্রামে, যেখানে স্থানীয়দের দাবি ছিল গ্রামটি ইউনিয়ারা উপবিভাগের অধীনে আনা হোক, কারণ এটি নিকটবর্তী এলাকা। নরেশ মীনা স্থানীয়দের এই দাবির পক্ষে সমর্থন জানাচ্ছিলেন। ভোট চলাকালে এসডিএম চৌধুরী ভোটারদের উৎসাহিত করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই নরেশ মীনা এসডিএম-এর বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ার অভিযোগ তোলেন। এখানেই থেমে না থেকে তাঁকে থাপ্পড়ও মারেন।

এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের উপর পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ এবং গ্যাসের গ্যাসের ব্যবহার করতে হয়। এই সংঘর্ষে প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে অনেকেই আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেফতারের সময় নরেশ মীনা সাংবাদিকদের বলেন, “আমি আত্মসমর্পণ করব না। মানুষকে জোর করে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল। যখন আমি তাদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ওই আধিকারিক এই কাজ করছেন। হ্যাঁ, আমি এসডিএমকে চড় মেরেছি, কারণ তিনি ভুল করছিলেন।”

মীনা আরও অভিযোগ করেন যে, তাঁকে জোর করে আটকানো হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মীনার দাবি অনুযায়ী, সংঘর্ষের সময় তাঁর উপর কাঁদানে গ্যাস এবং মরিচ গ্যাস প্রয়োগ করা হয়। সে সময় তাঁর সমর্থকরা তাঁকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।

নরেশ মীনা আরও বলেন, “পুলিশ আমার বিরুদ্ধে যে শাস্তি দেবে, এমনকি ফাঁসিও, আমি মেনে নিতে প্রস্তুত। তবে প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।”

কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নরেশ মীনা। তাঁর দাবি, “হরিশ মীনা এই ঘটনার পেছনে রয়েছে। তিনি আমার প্রার্থীপদ বাতিল করিয়েছেন এবং বহুবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি আশঙ্কা করছি তিনি হয়তো আমাকে এনকাউন্টারের যড়যন্ত্রও করতে পারেন।”

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা মীনা বলেন, গ্রেফতার হওয়া ৬০ জন মানুষ নির্দোষ এবং তাঁদের মুক্তির দাবি জানান।

আরও পড়ুন: ভোট কেন্দ্রে কর্তব্যরত সরকারি আধিকারিককে কষিয়ে থাপ্পড়, উপনির্বাচনে তুলকালাম কাণ্ড রাজস্থানে

সাম্প্রতিকতম

এই সব করদাতাদের জিএসটিআর-৭ ফাইল করার জন্য কোনও লেট ফি লাগবে না

জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই জিএসটি...

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

স্মার্টফোনকে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কী পরামর্শ কেন্দ্রীয় সরকারের

দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক...

মাতৃত্বের সংজ্ঞা বদলাচ্ছে কাব্য, ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার

প্রযুক্তির জগতে তুফান তুলে দিয়েছে কাব্য মেহরা। প্রযুক্তির সঙ্গে মানবিক শক্তির মেলবন্ধন ঘটিয়েছে কাব্য।...

আরও পড়ুন

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে ‘বিমা সখি যোজনা’ শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হুমকি ই-মেইল। পুলিশ তল্লাশির পর ভুয়ো বলে জানায়। তদন্ত চলছে হুমকি ই-মেইল প্রেরকের সন্ধানে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে