ওয়েবডেস্ক: দেশের সব চেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন রজনীশ কুমার। ভারতীয় স্টেট ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যের মেয়াদ ফুরোচ্ছে আগামী শুক্রবার। শ্রীমতী ভট্টাচার্যের জায়গায় চেয়ারম্যানের পদে আসছেন রজনীশ কুমার। বুধবার সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
৭ অক্টোবর থেকে আগামী তিন বছরের জন্য এসবিআই চেয়ারম্যান হিসেবে রজনীশ কুমারের নাম অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। বর্তমান চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যের মেয়াদ ফুরিয়েছিল ২০১৬-র অক্টোবরেই। এক বছর মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। রজনীশ কুমার এর আগেই এসবিআই-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরে কানাডা এবং ব্রিটেনেও ব্যাঙ্কের দায়িত্ব সামলেছেন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করা শ্রী কুমার।
ভারতের সব চেয়ে বড়ো ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে ব্যাঙ্কের বিশাল পরিমাণ এনপিএ (নন পারফর্মিং অ্যাসেট) সঙ্ক্রান্ত সমস্যার সমাধান করতে হবে, মনে করছেন অর্থনীতিবিদরা।