রাজনের শেষ অর্থ সংক্রান্ত নীতি: সুদের হার কমাল না রিজার্ভ ব্যাঙ্ক

0

নানা মহল থেকে নানা মত ভেসে আসছিল। তাঁর শেষ অর্থ সংক্রান্ত পর্যালোচনায় কি সুদের হার কমানোর পক্ষে সায় দেবেন রিজার্ভ ব্যাঙ্কের বিদায়ী গর্ভনর রঘুরাম রাজন ?  না, সুদের হার কমাল না আরবিআই। রেপো রেট রয়ে গেল ৬.৫ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৬ শতাংশে। ক্যাশ রিজার্ভ রেশিও রইল ৪ শতাংশে। দেশে মূল্য বৃদ্ধির হার ঊর্ধ্বগামী হওয়ার জন্যই এ বারও সুদের হার কমানো হল না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে আরবিআই-এর রিপোর্টে। ২০১৬-১৭ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ থাকবে বলে মন্তব্য করা হয়েছে রিপোর্টে। বড় ধাক্কা না এলেও, রিপোর্ট পেশের পরই সেনসেক্স নেমে যায় ৯৭ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট। 

পর্যালোচনা রিপোর্টে বলা হয়েছে, জিএসটি বিল পাশ হওয়াটা অর্থনৈতিক সংস্কার এবং ব্যবসার পরিবেশ তৈরিতে সাহায্য করবে। আগামী ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদের মেয়াদ শেষ হচ্ছে রঘুরাম রাজনের। মঙ্গলবার শেষ অর্থ সংক্রান্ত পর্যালোচনা রিপোর্ট পেশের পর রাজন বলেন, এই পদে কাজ করার প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.