খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসবাদী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। ঘটনা নিয়ে তদন্তে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দিল্লির লালকেল্লার কাছে ১০ নভেম্বরের গাড়ি বিস্ফোরণকে ‘জঘন্য সন্ত্রাসবাদী হামলা বলে চিহ্নিত করে তার তীব্র নিন্দা জানানো হয়ে। এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে মন্ত্রিসভা দুই মিনিট নীরবতা পালন করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
মন্ত্রিসভার প্রস্তাবে বলা হয়েছে, “১০ নভেম্বর লালকেল্লার কাছে দেশবিরোধী শক্তিরা একটি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে এক জঘন্য সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পড়ে শোনান। প্রস্তাবে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য চিকিৎসাকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিকদের প্রশংসা করা হয়েছে।
সরকার জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং দোষীদের ও তাদের সহযোগীদের বিচারের মুখোমুখি করা হবে।
মন্ত্রিসভা আরও জানায়, ভারতের সন্ত্রাসবাদবিরোধী নীতি দৃঢ় ও অপরিবর্তনীয়। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে পাওয়া সংহতি ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে এবং জাতীয় নিরাপত্তার প্রতি তার অঙ্গীকার অবিচল থাকবে।
আরও পড়ুন
নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির
