Homeখবরদেশদুধে ভেজাল মেশানোর চাঞ্চল্যকর রিপোর্ট, হু-র 'সতর্কতা' নিয়ে মুখ খুলল কেন্দ্র

দুধে ভেজাল মেশানোর চাঞ্চল্যকর রিপোর্ট, হু-র ‘সতর্কতা’ নিয়ে মুখ খুলল কেন্দ্র

প্রকাশিত

দুধে ভেজাল মেশানোর রিপোর্টে চাঞ্চল্য। একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বলা হয়েছে, দুধ এবং দুগ্ধপণ্যের ভেজাল নিয়ে যদি অবিলম্বে পদক্ষেপ করা না হয়, তা হলে ২০২৫ সালের মধ্যে ৮৭ শতাংশ নাগরিক ক্যানসারের মতো গুরুতর রোগে আক্রান্ত হবে! এই রিপোর্টের জেরে হইচই শুরু হতেই আনুষ্ঠানিক বিবৃতি দিল মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এমন কোনো সতর্কতা আসেনি। সাধারণের কাছে নিরাপদ এবং ভালো মানের দুধ পৌঁছে দিতে নিরবচ্ছিন্ন ভাবে যাবতীয় পদক্ষেপ নিয়ে চলেছে মন্ত্রক।

ওই মিডিয়া রিপোর্টের উল্লেখ করে মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, “দুধে ভেজাল মেশানো নিয়ে একটি ভুয়ো রিপোর্ট পশুপালন এবং দুগ্ধ মন্ত্রকের নজরে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা না কি সরকারকে এ বিষয়ে সতর্ক করে বলেছে, অবিলম্বে পদক্ষেপ না নিলে দেশের ৮৭ শতাংশ মানুষ প্রভাবিত হবে। ২০২৫ সালের মধ্যে ৮৭ শতাংশ নাগরিক ক্যানসারের মতো গুরুতর রোগে আক্রান্ত হবে। এ ধরনের মিডিয়া রিপোর্টের কোনো সত্যতা নেই। সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)-র সঙ্গে পরামর্শ করে বিষয়টি ইতিমধ্যে বিভাগে যাচাই করা হয়েছে”।

মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারতে হু-র সংশ্লিষ্ট কার্যালয় এফএসএসএআই-কে নিশ্চিত করে বলেছে, ভারত সরকারকে এ ধরনের কোনো সতর্কতা জারি করা হয়নি। এই ধরনের যে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে প্রচার করা হচ্ছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পশুপালন ও দুগ্ধ বিভাগ এবং এফএসএসএআই সারা দেশে ভোক্তাদের কাছে নিরাপদ ও ভালো মানের দুধ সরবরাহে সহায়তা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে”।

আরও পড়ুন: কেটে গিয়েছে ১১ বছর! কার্টুনকাণ্ডে অব্যাহতি মিলল অম্বিকেশ মহাপাত্রর

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে