কলকাতা: ৭৩তম সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্রদর্শিত হওয়ার জন্য যে ট্যাবলো পশ্চিমবঙ্গের তরফ থেকেই পাঠানো হচ্ছিল, সেটাই প্রদর্শিত হল কলকাতার রাজপথে। দর্শকাসন থেকে তখন হাত জোড় করে সম্মান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বুধবার সকাল ১০:১৫ নাগাদ রেড রোডে পৌঁছে যান মমতা। হাজির হন রাজ্যপাল জগদীপ ধনখর। উভয়ের সৌজন্য সাক্ষাৎও হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান।

কোভিডবিধির কথা মাথায় রেখে এবার ভিড় এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই দর্শকদের প্রবেশের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। ভিআইপি সংখ্যাও ছিল কম। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও।
প্রথামাফিক এ দিন দিল্লিতেও সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সামরিক শক্তির ক্ষমতা দেখানোর প্রদর্শনী ছিল রাজধানীতে। কুচকাওয়াজে অংশ নেই সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, পিটি-৭৬, এমবিটি অর্জুন এমকে-ওয়ান এবং এপিসি টোপাজ। প্রদর্শিত হয় হাউইৎজার এমকে-ওয়ান।
আরও পড়তে পারেন:
তিতিবিরক্ত! ভোটের মুখে দল ছাড়লেন গোয়ার তৃণমূল সাধারণ সম্পাদক
প্রত্যাখ্যান তিন জনেরই! এই ‘পদ্ম’ কি পছন্দ নয় বাংলার?
হাইড অ্যান্ড সিক ফিলস: পার্লের সম্ভারে নতুন সংযোজন
কেরলে উদ্বেগজনক বৃদ্ধি, তবুও দেশে ৩ লক্ষের নীচেই থাকল দৈনিক সংক্রমণ, পর পর দু’দিন কমল সক্রিয় রোগী