ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির রাজপথে প্রদর্শিত হয়ে থাকে দেশের বিভিন্ন বাহিনীর সমরসম্ভার। এ বছরও তার অন্যথা নেই।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজপথে নামানো হবে বিভিন্ন বাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্রের প্রতিরূপ। থাকবে নৌবাহিনীর নতুন যুদ্ধ জাহাজ আর সাবমেরিনের ক্ষুদ্র সংস্করণের প্রদর্শনীও। বিমানবাহিনীর প্রথম সারির যুদ্ধবিমানের প্রদর্শনী। তার মধ্যে রয়েছে সুখৈ ৩০ এমকেআই, মিগ ২৯, জাগুয়ার, এ ছাড়া অন্যান্য যুদ্ধ বিমান, হেলিকপটর। সেনাবাহিনীর টি-৯০ ট্যাঙ্কারের প্রদর্শনী করা হবে।
অমর জওয়ান জ্যোতি থেকে শুরু হবে কুচকাওয়াজ। তাতে থাকবে ভারতের তিন বাহিনীর জওয়ানদের মিলিত প্যারেড। থাকবে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ আর দিল্লি পুলিশের নানান প্রদর্শনীও।
প্রথম বার কুচকাওয়াজে দেখা যাবে অসম রাইফেলসের মহিলা বাহিনীর বিশেষ প্রদর্শনী। এ সব ছাড়াও থাকছে ১৭টি রাজ্যের ট্যাবলো আর ছয়টি মন্ত্রকের ট্যাবলোর প্রদর্শনীও।