Homeখবরদেশবিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

বিধানসভায় অরুণাচলে বিজেপির স্বস্তির জয়, সিকিমে জিতল শাসকদলই

প্রকাশিত

হিমালয়লের রাজ্যে সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দলগুলি বিপুল জয় পেল। আজ রবিবার ভোট গণনার পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম ও অরুণাচল প্রদেশের বিজেপি আরামদায়ক জয় পেয়েছে।

অরুণাচল প্রদেশে ৬০টির মধ্যে ১০টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৫০টি আসনের জন্য ভোট গণনা করা হয়। বিজেপি ৪৬টি আসনেই জয়লাভ করে। বিজেপির সঙ্গী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি আসনে জয়লাভ করেছে। এর ফলে রাজ্য তৃতীয়বার ক্ষমতায় এল বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই চমৎকার রাজ্যের জনগণ উন্নয়নের রাজনীতিতে স্পষ্ট সমর্থন দিয়েছেন। আবারও আমাদের উপর আস্থা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দল রাজ্যের উন্নতির জন্য আরও বেশি উদ্যম নিয়ে কাজ করে যাবে।” তিনি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।

বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি কেন্দ্রের বিপুল সমর্থন নিয়ে ১০ বছরের উন্নয়নের ম্যান্ডেট। আপনারা সবাই জানেন অরুণাচল প্রদেশ হল উদীয়মান সূর্যের দেশ। বিজেপির জয় এখানে দেখাচ্ছে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।”

অরুণাচল প্রদেশে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে, এনসিপি তিনটি এবং পিপলস পার্টি অব অরুণাচল দুটি আসনে জয়ী হয়েছে। তিনটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ও উপ-মুখ্যমন্ত্রী চোনা মেইন।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে, জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ) একটি আসনে জয়লাভ করেছিল। এছাড়া দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিল।

সিকিমে ২০১৯ সালের নির্বাচনে এসকেএম এসডিএফের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১৭টি আসনে জয়ী হয়েছিল, যেখানে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ১৫টি আসনে জয়লাভ করেছিল। ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে এসডিএফ বেশী ভোট পেলেও এসকেএম ক্ষমতায় আসে।

সিকিমের এবারের বিধানসভা নির্বাচনে ৭৯ শতাংশ এবং অরুণাচল প্রদেশে ৮২.৭ শতাংশ ভোটদানের হার রেকর্ড হয়েছে। সিকিমের একমাত্র লোকসভা আসন এবং অরুণাচল প্রদেশের দুটি আসনের ভোট গণনা ৪ জুন হবে।

অরুণাচলের জয় নিয়ে মন্ত্রী কিরণ রিজিজুর প্রতিক্রিয়া

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: এক অবিশ্বাস্য লড়াই অনামা আশুতোষ শর্মার, লখনউয়ের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় দিল্লির  

লখনউ সুপার জায়ান্টস: ২০৯-৮ (নিকোলাস পুরান ৭৫, মিচেল মার্শ ৭২, মিচেল স্টার্ক ৩-৪২, কুলদীপ...

উদ্ভিদজাত দুধে বাড়ছে ক্যানসারের ঝুঁকি? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উদ্ভিদজাত দুধ কি কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে? নতুন গবেষণা রিপোর্টে উঠে এল উদ্বেগজনক তথ্য। বিস্তারিত জানুন।

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? সহজ পদ্ধতি জেনে নিন

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব! থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই অডিও ও ভিডিও কল রেকর্ড করার সহজ উপায় জেনে নিন।

আইপিএলে ফোর্থ আম্পায়ারের ভূমিকা কী? দায়িত্ব বাড়িয়ে ব্যাখ্যা দিল বিসিসিআই

আইপিএল ম্যাচে ফোর্থ আম্পায়ারের ভূমিকা আরও প্রসারিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি...

আরও পড়ুন

পেঁয়াজ রফতানির শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র, এতে সাধারণ ক্রেতার কী লাভ-লোকসান

১ এপ্রিল থেকে পেঁয়াজের উপর আরোপিত ২০ শতাংশ রফতানি শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার।...

এক লাফে ২৪ হাজার! বেতন, ভাতা এবং পেনশন বাড়ল সাংসদদের

সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র সরকার। যা ১ এপ্রিল, ২০২৩...

নীতীশ কুমারের পদত্যাগের দাবি প্রশান্ত কিশোরের, মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন

রের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর। পদত্যাগের দাবি জানিয়ে বিজেপিকেও দুষলেন তিনি। রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব ও লালু প্রসাদ যাদবও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে