হিমালয়লের রাজ্যে সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দলগুলি বিপুল জয় পেল। আজ রবিবার ভোট গণনার পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা এসকেএম ও অরুণাচল প্রদেশের বিজেপি আরামদায়ক জয় পেয়েছে।
অরুণাচল প্রদেশে ৬০টির মধ্যে ১০টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৫০টি আসনের জন্য ভোট গণনা করা হয়। বিজেপি ৪৬টি আসনেই জয়লাভ করে। বিজেপির সঙ্গী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি আসনে জয়লাভ করেছে। এর ফলে রাজ্য তৃতীয়বার ক্ষমতায় এল বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই চমৎকার রাজ্যের জনগণ উন্নয়নের রাজনীতিতে স্পষ্ট সমর্থন দিয়েছেন। আবারও আমাদের উপর আস্থা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দল রাজ্যের উন্নতির জন্য আরও বেশি উদ্যম নিয়ে কাজ করে যাবে।” তিনি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।
বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি কেন্দ্রের বিপুল সমর্থন নিয়ে ১০ বছরের উন্নয়নের ম্যান্ডেট। আপনারা সবাই জানেন অরুণাচল প্রদেশ হল উদীয়মান সূর্যের দেশ। বিজেপির জয় এখানে দেখাচ্ছে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।”
অরুণাচল প্রদেশে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে, এনসিপি তিনটি এবং পিপলস পার্টি অব অরুণাচল দুটি আসনে জয়ী হয়েছে। তিনটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু ও উপ-মুখ্যমন্ত্রী চোনা মেইন।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে, জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ) একটি আসনে জয়লাভ করেছিল। এছাড়া দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিল।
সিকিমে ২০১৯ সালের নির্বাচনে এসকেএম এসডিএফের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ১৭টি আসনে জয়ী হয়েছিল, যেখানে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) ১৫টি আসনে জয়লাভ করেছিল। ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে এসডিএফ বেশী ভোট পেলেও এসকেএম ক্ষমতায় আসে।
সিকিমের এবারের বিধানসভা নির্বাচনে ৭৯ শতাংশ এবং অরুণাচল প্রদেশে ৮২.৭ শতাংশ ভোটদানের হার রেকর্ড হয়েছে। সিকিমের একমাত্র লোকসভা আসন এবং অরুণাচল প্রদেশের দুটি আসনের ভোট গণনা ৪ জুন হবে।
অরুণাচলের জয় নিয়ে মন্ত্রী কিরণ রিজিজুর প্রতিক্রিয়া
#WATCH | After BJP sweeps Arunachal Assembly elections, Union Minister Kiren Rijiju says, " I'm very happy that BJP has comeback to power in Arunachal Pradesh with a bigger mandate. The work done by the BJP in last two terms is the reason why people voted for BJP again. PM Modi's… pic.twitter.com/eV9f3ms6DM
— ANI (@ANI) June 2, 2024