আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তবে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, প্রধান বিচারপতি বৃহস্পতিবার আদালতে বসছেন না। এর ফলে আরজি কর মামলাটি কবে শুনানি হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না। এর ফলে প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা বেঞ্চ, যেখানে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রও অন্তর্ভুক্ত, বৃহস্পতিবার বসবে না। তবে এই দুই বিচারপতি পৃথকভাবে কিছু মামলা শুনবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরজি কর মামলাটি এই তালিকায় থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কী ব্যবস্থা? রাজ্যগুলির কাছে রিপোর্ট চাইল কেন্দ্র
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, তিনি বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন, কিন্তু পথেই জানতে পারেন বেঞ্চ বসছে না। তিনি বলেন, “এটি আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। এতে আমাদের সময় ও অর্থের অপচয় হল।”
উল্লেখ্য, সোমবারও সুপ্রিম কোর্টে ছাত্রনেতা সায়ন লাহিড়ির মামলার শুনানি ছিল, যা প্রধান বিচারপতির বেঞ্চে হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছিল। আরজি কর মামলার ক্ষেত্রে একই বিষয় হয় কিনা, সেটাই দেখার।