পটনা: বিজেপির সঙ্গে নীতীশ কুমারের সম্পর্কের শীতলতার মধ্যেই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। বিহারের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। এরই মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী মহাজোটের অন্যতম মুখ জিতেন রাম মাঝির ইফতার পার্টিতেও অংশগ্রহণ করেছেন নীতীশ।
তবে যাবতীয় শোরগোল নীতীশকে আরজেডির পাঠানো আমন্ত্রণকে ঘিরেই। জানা গিয়েছে, তাঁকে আমন্ত্রণ পাঠিয়েছেন, দলের সহ-সভাপতি তথা লালুপ্রসাদ যাদবের খুব কাছের লোক রঘুবংশপ্রসাদ সিং। সাংবাদিকদের রঘুবংশ জানিয়েছেন, আগামী দিনে নীতীশকে বিজেপি আরও “অপমান করবে।” আরজেডি এর পরে জানিয়েছে, শুধু নীতীশকেই নয়, সব বিজেপি-বিরোধী দলকেই আবার এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, বিজেপি হাত ধরে এ বার লোকসভায় ভালো ফল করেছেন জেডিইউ। কিন্তু কেন্দ্রে ‘সম্মানজনক’ মন্ত্রিত্ব পায়নি বলে দাবি করা হয়েছে দলের তরফে। এর পরেই পালটা চাল হিসেবে বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ করে সেখানে বিজেপির কাউকে স্থান দেননি নীতীশ। রবিবার সন্ধ্যায় দু’পক্ষের সম্পর্কের টানাপড়েনে নতুন মোড় নেয়, যখন একে অপরের ইফতার পার্টি এড়িয়ে যায় জেডিইউ এবং বিজেপি।
আরও পড়ুন বছর ঘুরতেই ফের নিপাহ আতঙ্ক কেরলে, আক্রান্ত তরুণ
উল্লেখ্য, ২০১৩ সালে বিজেপির সঙ্গত্যাগ করেন নীতীশ। ২০১৫-এ বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি এবং কংগ্রেসের হাত ধরে মহাজোট তৈরি করেন তিনি এবং বিজেপিকে দূরে ঠেলে রাজ্যে ক্ষমতায় আসে মহাজোট। কিন্তু ২০১৭-এ সেই মহাজোট ছেড়ে বেরিয়ে এসে আবার সেই বিজেপিরই হাত ধরেন নীতীশ।
এত বার সঙ্গী বদলেছেন নীতীশ, যে ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, সে ব্যাপারে সম্ভবত তিনিও জানেন না। এর মধ্যে আরজেডির এই আমন্ত্রণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম দেয় কি না সেটাই দেখার।