marriage communal harmony

ওয়েবডেস্ক: পড়ুয়াদের ওপরে খারাপ প্রভাব পড়তে পারে, এই যুক্তি দেখিয়ে বরখাস্ত করা হল নববিবাহিত এক শিক্ষক দম্পতিকে। দম্পতির দাবি ৩০ নভেম্বর, তাদের বিয়ের দিনই বরখাস্ত করা হয়েছে তাদের।

ঘটনাটি পুলওয়ামা জেলার পাম্পোর মুসলিম এডুকেশনাল ইন্সটিটিউটের। এই স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করতেন তারিক বাট এবং সুমিয়া বশির। স্কুলের চেয়ারম্যান বশির মাসুদির মতে, এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রেম করতেন স্কুলে। তাঁর কথায়, “স্কুলের ২০০০ পড়ুয়া এবং দুশো কর্মচারীর সামনে তাদের প্রেম করাটা উচিত হয়নি। এর ফলে পড়ুয়াদের ওপরে খারাপ প্রভাব পড়ছিল।”

তবে প্রেম নয়, তাদের বিয়ে যে সম্বন্ধ করেই হয়েছে, সে কথা জানিয়েছেন তারিক। কয়েক মাস আগে তাঁদের বাগদানপর্ব হয়েছিল। বাগদান অনুষ্ঠানের দিন একটি পার্টি দেওয়া হয় বলেও জানান তিনি। তাঁর কথায়, “বাগদানের পার্টিতে স্কুল কর্তৃপক্ষ নিমন্ত্রিত ছিল। আমাদের বিয়ের ব্যাপারে সবাই আগে থেকে জানত।”

তারিকের কথায়, “স্কুল কর্তৃপক্ষ যদি আগে থেকেই জানত আমরা প্রেম করছি, তা হলে বিয়ের দিন বরখাস্ত করল কেন?” বিয়ে করে তাঁরা যে কোনো অপরাধ করেননি সে কথাও সাফ জানিয়ে দেন তারিক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here