উদ্বোধনের আগেই বিহারের আরারিয়ায় বাকরা নদীর উপর নির্মীয়মাণ একটি কংক্রিটের সেতু ধসে পড়ল। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, বাকরা নদীর উপর তৈরি সেতুটি একদিকে হেলে পড়েছে এবং নদীর তীরে ভিড় জমেছে। অনেকেই সেই মুহূর্তটি রেকর্ড করছিলেন যখন সেতুটি ধসে পড়ে।
The bridge collapsed in Bihar before inauguration. I am shocked. Bihar mein log apne netaon ko kyun nahi pakad kar peet rahe hain? pic.twitter.com/UWAiSC8jOT
— Prayag (@theprayagtiwari) June 18, 2024
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেতুটি নির্মাণ করা হয়েছিল আরারিয়া জেলার কুরসাকান্তা এবং সিকটি এলাকার মধ্যে যাতায়াতের সুবিধার জন্য। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে।
ভেঙে পড়া অংশটি কয়েক সেকেন্ডের মধ্যেই নদীতে ভেসে যায় এবং লোকেরা নিরাপদ স্থানে ছুটতে শুরু করে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন বিপজ্জনকভাবে সেতুর অবশিষ্ট অংশের ধারে দাঁড়িয়ে আছেন, আর অনেকেই সেতুর নিচে দাঁড়িয়ে আছেন।
ভেঙে পড়া অংশের একটি বড় অংশ নদীর উপরে তৈরি হয়েছিল। বাকরা নদীর তীরে তৈরি অংশটি এখনও অক্ষত রয়েছে।
VIDEO | A portion of a bridge on Bakra river collapses in Bihar's Araria. More details awaited. pic.twitter.com/hiLnY8NNfl
— Press Trust of India (@PTI_News) June 18, 2024