দেশ
আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাতের পর জল্পনা উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী
আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ, এমন প্রশ্ন করা হলে মিঠুন তা রসিকতা করে উড়িয়ে দেন।

খবরঅনলাইন ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবত মঙ্গলবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে মুম্বইয়ে তাঁর মাড় আইল্যান্ডের বাসভবনে সাক্ষাৎ করেন। সামনের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট। ভোটের ঠিক আগে এই সাক্ষাৎকার প্রচুর জল্পনার সৃষ্টি করেছে।
সুত্রের খবর, দু’ জনের এই সাক্ষাৎ এক ঘণ্টারও বেশি স্থায়ী হয়। অদূর ভবিষ্যতে দু’ জনের মধ্যে আরও এক বার সাক্ষাৎ হওয়ার কথা।
এই সাক্ষাৎকার রাজনৈতিক কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, তাঁদের মধ্যে সম্পর্কটা ‘আধ্যাত্মিক ও গভীর’।
“তিনি মুম্বইয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন বলে আগেই কথা দিয়েছিলেন। লখনউয়ে শ্যুটিং শেষ করে মুম্বইয়ে ফিরে আসতেই উনি দেখা করতে এসেছিলেন”, মিঠুন বলেন।
তিনি আরও বলেন, “নিশ্চয়ই আমাদের মধ্যে একটা অন্তরঙ্গতা আছে বলেই তিনি আমার বাড়ি এসেছিলেন। আমরা এক সঙ্গে প্রাতরাশ করি। উনি আমাকে নাগপুর যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।”
প্রখ্যাত অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, এই সাক্ষাতের কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তিনিই কি বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ, এমন প্রশ্ন করা হলে মিঠুন তা রসিকতা করে উড়িয়ে দেন।
আরও পড়ুন: বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকিও
দেশ
মহারাষ্ট্রে অব্যাহত করোনার দাপট, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯ হাজার!
মুম্বইয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে বেড়ে দ্বিগুণ!

খবর অনলাইন ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস সংক্রামিতের সংখ্যা বেড়ে গেল অনেকটাই। বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মুম্বইয়ে শেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৭ এবং সারা রাজ্যে এই সংখ্যা পৌঁছে গিয়েছে ৮ হাজার ৮০৭-এ।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ২১ হাজার ১১৯। একই সময়ে, আরও ৮০ জন রোগীর মৃত্যু হওয়ার কারণে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৩৭-এ।
বুধবার ২ হাজার ৭৭২ জন রোগীকে সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ৮ হাজার ৬২৩।
মুম্বই শহরে সব থেকে বেশি সংখ্যক নতুন করে কোভিড -১৯ আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বুধবার মুম্বইয়ে ১ হাজার ১৬৭ জন চিহ্নিত হওয়ার পাশাপাশি নাগপুর জেলা (নাগপুর শহর বাদে) এবংঅমরাবতী শহরে ৮৮১ এবং ৬২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২১৮। ওই দিন মুম্বইয়ে আক্রান্ত হয়েছিলেন ৬৪৩ জন।
ধারাভিতেও ৩৭ দিন পরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, এক দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১০।
আরও পড়তে পারেন: আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
দেশ
আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
৪৫ বছরের বেশি বয়সিদের কী কী শর্ত পূরণ করতে হবে, জানুন বিস্তারিত…

খবর অনলাইন ডেস্ক: ১ মার্চ থেকে শুরু হচ্ছে প্রবীণদের করোনা টিকাকরণ। পাশাপাশি যাঁদের বয়স ৪৫ বছরের বেশি, কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছেন, তাঁদেরও এই দফায় টিকা দেওয়া হবে। কী ভাবে পাওয়া যাবে?
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, “এই পর্যায়ে ৬০ বছরের বেশি সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫ থেকে ৬০ বছর বয়সি যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ‘ক্রনিক’ রোগের শিকার, তাঁদেরও প্রতিষেধক দেওয়া হবে”।
মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রায় ২৭ কোটি মানুষ করোনা টিকা পাবেন। এঁদের মধ্যে ১০ কোটির বয়স ৬০ বছরের বেশি। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির কর্মীদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। প্রথম পাঁচ সপ্তাহে প্রায় ১.২৩ কোটি মানুষ প্রতিষেধকের আওতায় এসেছেন।
৪৫ বছরের বেশি বয়সিদের জন্য কী কী শর্ত
বুধবার রাতে একটি সূত্র জানায়, অসুস্থতার তীব্রতার প্রমাণ দিতে পারে এমন একটি স্বাক্ষরিত মেডিক্যাল সার্টিফিকেটের প্রয়োজন হবে ৪৫ বছরের বেশি বয়সিদের জন্য। অর্থাৎ, কো-মর্বিডিটিতে ভুগছেন এমন কোনো ৪৫ বছরের বেশি বয়সি ব্যক্তি টিকা নিতে আগ্রহী হলে তাঁকে ওই মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে বলে সূত্রটি জানিয়েছে।
রোগের তালিকা এখনও চূড়ান্ত হয়নি, তবে দু’-এক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। তবে এতে হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি এবং লিভারের পাশাপাশি ডায়াবেটিস, ক্যানসার, গুরুতর হাঁপানি এবং মানসিক দীর্ঘস্থায়ী সমস্যা ও রোগ অন্তর্ভুক্ত থাকতে পারে।
একই সঙ্গে ইমিউনোসপ্রেসেন্টস, স্থূলকায় এবং যাঁদের অঙ্গ, অস্থি মজ্জা বা স্টেম সেল প্রতিস্থাপন করা হয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্রটি জানিয়েছে, তালিকাভুক্ত সমস্যা অথবা রোগে আক্রান্ত ব্যক্তিকে একটি এক পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হতে পারে। ওই ফর্মটিতে একজন সাধারণ চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে।
এক নজরে করোনা টিকাকরণ
*১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল স্বাস্থ্যকর্মী এবং পুলিশ, আধাসেনা, সাফাইকর্মীদের মতো ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য।
*সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১,০৭,৬৭,০০০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।
*দ্বিতীয় পর্যায়ে ৬০ বছরের বেশি এবং ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি রয়েছে এমন মানুষ টিকা পাবেন।
*১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালে টিকাকরণ। সরকারি হাসপাতালে বিনামূল্যে তবে বেসরকারি হাসপাতালে টাকা লাগবে।
*বেসরকারি হাসপাতালে টিকা নেওয়ার জন্য কত টাকা লাগবে, তা সরকারের তরফে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
আরও পড়তে পারেন: ১ মার্চ থেকে প্রবীণদের জন্য শুরু হচ্ছে বিনামূল্যে করোনা টিকাকরণ
দেশ
নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়াম! এক দিকে আদানি, অন্য প্রান্তে রিলায়েন্স, কটাক্ষ রাহুল গান্ধীর
ফের ‘হম দো হমারে দো’ কটাক্ষ রাহুল গান্ধীর!

খবর অনলাইন ডেস্ক: বুধবার গুজরাতের অমদাবাদের মোতেরা স্টেডিয়ামের (Motera cricket stadium) নাম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে। এর পরেই ফের এক বার নিজের বহুচর্চিত ‘হম দো হমারে দো’ কটাক্ষ ছুড়ে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
মোতেরার বদলে এখন থেকে স্টেডিয়ামটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম হিসেবে পরিচিত হবে। ক্রিকেট স্টেডিয়াম-সহ গোটা স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয় সর্দার বল্লভভাই পটেলের (Sardar Vallabhbhai Patel) নামে।
নিজের টুইটে বিসিসিআই সচিব জয় শাহের (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে) কথা উল্লেখ করে রাহুল লিখেছেন, “সত্য কত সুন্দর ভাবে নিজেকে প্রকাশ করে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম। জয় শাহের সভাপতিত্বে আদানি এন্ড এবং রিলায়েন্স এন্ড” (সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন HumDoHumareDo)।
এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) স্টেডিয়ামটি উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু-সহ আরও অনেকই উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই স্টেডিয়ামটিতে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে।
এ দিন একই সঙ্গে স্টেডিয়ামের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্বোধনেও অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি। যেটির নাম হবে সরদার পটেল স্পোর্টস কমপ্লেক্স এবং সেখানে ফুটবল, হকি, বাস্কেটবল, কাবাডি, বক্সিংয়ের মতো খেলাধুলার সুবিধা থাকবে।
উল্লেখযোগ্য ভাবে, এ বারের বাজেটের উপর আলোচনার সময় রাহুল কৃষকদের সমস্যার কথা বলতে গিয়ে মোদী সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিদের নিয়েও সরব হয়েছিলেন। সে সময়েও তিনি ‘হম দো হমারে দো’ স্লোগানটি উল্লেখ করেছিলেন।
আরও পড়তে পারেন: বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নামাঙ্কিত নরেন্দ্র মোদীর নামে
-
প্রযুক্তি13 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
দেশ2 days ago
প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়া নেই, কেরলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনও জনপ্রিয় পিনারাই বিজয়ন