Homeখবরদেশআর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে নারাজ আরএসএস

প্রকাশিত

আর জি কর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারী সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিপক্ষে। সঙ্ঘের মতে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করলে গণতন্ত্রের উপর ভুল বার্তা পৌঁছাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে।

কেরলের পালাক্কাড়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে তিন দিনের এক সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরএসএসের জাতীয় মুখপাত্র সুনীল অম্বেকর জানান, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করা হলে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত হবে। তবে আরএসএসের মতে, রাজ্য সরকারেরই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।’’

সঙ্ঘ নেতাদের মতে, রাষ্ট্রপতি শাসন জারির চেয়ে বেশি প্রয়োজন ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তি দেওয়া। তাদের মতে, এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়াও, আরএসএস ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সঙ্ঘের দাবি, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এমন কিছু বিষয়বস্তু প্রচারিত হচ্ছে যা সমাজে ক্ষয় সৃষ্টি করছে। আরএসএস সরকারের কাছে আর্জি জানিয়েছে, এই ধরনের বিষয়বস্তু রোধে পদক্ষেপ নেওয়া হোক, যাতে সমাজের মধ্যে সামাজিক অবক্ষয় রুখতে পারে।

আর জি করের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আরএসএসের এই অবস্থান রাজ্য বিজেপির রাজনীতিতে স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলবে।

সাম্প্রতিকতম

‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব’, জানালেন ডোনাল্ড ট্রাম্প

২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

৩৪ নতুন বিশালাকৃতি রেডিও সোর্স আবিষ্কার করলেন ৪ বাঙালি জ্যোতির্বিজ্ঞানী

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপের সাহায্যে...

আরও পড়ুন

হাসপাতাল সুরক্ষা চুক্তিভিত্তিক কর্মীদের হাতে কেন? সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজ্যকে

আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে প্রশ্ন করেছে কেন হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা হচ্ছে। মুখ্য বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জুনিয়র ডাক্তাররা কবে কাজে ফিরছেন? সুপ্রিম কোর্টে শুনানির পর কী জানা গেল

সোমবার রাতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ছাত্রদের সাংবাদিক বৈঠকের সময়। ছবি : রাজীব বসু নয়াদিল্লি:...

সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি মুছছে রাজ্য

মহিলাদের রাতের শিফটে কাজ কমানোর বিতর্কিত বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। বিজ্ঞপ্তি মুছে ফেলার উদ্যোগ।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?