দেশ
বিজেপিতে যাচ্ছি না, বললেন সচিন পায়লট

খবরঅনলাইন ডেস্ক: রবিবার সারা দিন জল্পনা চলল, রাজস্থানের (Rajasthan) উপ-মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিদ্রোহী নেতা সচিন পায়লট (Sachin Pilot) কী করবেন। রবিবার বেশ রাতে কয়েক জন সাংবাদিককে সচিন জানিয়েছেন, তিনি বিজেপিতে যাচ্ছেন না।
মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের (Ashok Gehlot) বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা ওড়ানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে মধ্যপ্রদেশের কমল নাথের সরকার ওলটানোর জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে পথ নিয়েছেন, সেই পথেই চলবেন তাঁর বন্ধু সচিন পায়লট। আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি।
পায়লট শিবিরের হোয়াটস অ্যাপ বার্তা
সোমবার সকালে জয়পুরে রাজস্থান কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে যে সচিন ও তাঁর অনুগামীরা থাকবেন না, সেই বার্তা তাঁদের হোয়াটস অ্যাপ গ্রুপ মারফত ছড়িয়ে দেওয়া হয়। সেই বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এল সচিনের সাম্প্রতিকতম বার্তা – তিনি বিজেপিতে যাচ্ছেন না।
ওই হোয়াটস অ্যাপ বার্তায় এ-ও বলা হয়েছিল, সচিন পায়লটের দিকে দলের অন্তত ৩০ জন বিধায়ক ও কিছু নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার চালাচ্ছেন অশোক গহলৌত।
এই হোয়াটস অ্যাপ বার্তা থেকে এটা অবশ্য প্রমাণিত হয় না যে সচিন পায়লট বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। তবে তাঁর কিছু আচার-আচরণ সে দিকে ইঙ্গিত করছিল – যেমন, কংগ্রেসের দূতদের সঙ্গে কথা বলতে না চাওয়া, জয়পুরে দলের বিধায়কদের সভায় যোগ দেওয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করা এবং হোয়াটস অ্যাপ বার্তা দেওয়ার আগে থেকেই তাঁর দলত্যাগের সম্ভাবনার কথা প্রচার হওয়া। এ যেন মার্চে ঘটে যাওয়া মধ্যপ্রদেশেরই চিত্রনাট্য – ২২ জন অনুগামী বিধায়ককে নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে ভিড়লেন এবং কমল নাথের সরকারকে গদি থেকে নামালেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার টুইট
ইতিমধ্যে রবিবার টুইট করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে ভাবে সচিন পায়লটকে গুরুত্বহীন করে নিগ্রহ করা হচ্ছে তাতে হতাশা প্রকাশ করেন। ওয়াকিবহাল মহল জানেন, দু’ জনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে এবং দু’ জনেরই ক্ষোভের কারণ একটিই। তাঁদের ধারণা, ২০১৮-এর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ ও রাজস্থানে জয়ের পরে তাঁদের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যায়সঙ্গত দাবি নস্যাৎ করে দিয়েছে দলের হাইকম্যান্ড।
সূত্র মারফত জানা গেছে, রবিবারের টুইটের পরে জ্যোতিরাদিত্য ও সচিনের মধ্যে কথাবার্তা হয়েছে এবং সচিনের বিজেপিতে যোগ দেওয়ার বিষয় নিয়েও দু’ জনের আলোচনা হয়েছে।
তা হলে কী এমন ঘটল যে সচিন পায়লট স্পষ্ট করে দিলেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
কংগ্রেস সূত্র এবং পায়লটের ঘনিষ্ঠ এক সূত্র আউটলুককে জানিয়েছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন উপ-মুখ্যমন্ত্রী এবং দলত্যাগের সব দিক খতিয়ে দেখছিলেন। জ্যোতিরাদিত্যের সঙ্গে কথা বলার পরে সচিন বিজেপির এক সিনিয়ার কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং তিনি যে দল পরিবর্তনে রাজি তা ঠারেঠোরে তাঁকে জানান। শর্ত একটাই, তাঁকে একটা সম্মানজনক প্রস্তাব দিতে হবে। কিছু কিছু সংবাদ মাধ্যম খবরও করে দেয় যে, বিজেপি সভাপতি জে পি নড্ডার উপস্থিতিতে সোমবারই বিজেপিতে যোগ দেবেন সচিন পায়লট।
হঠাৎ কী হল
আউটলুক লিখেছে, এর পরই মধ্যপ্রদেশের চিত্রনাট্য থেকে একটু বদলে যায় রাজস্থানের চিত্রনাট্য। ৩০ না হলেও, পায়লট যে অন্তত ২৫ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারবেন, তার নিশ্চয়তা চায় বিজেপি। আসলে উচ্চাভিলাষী পায়লটের মন রাখার জন্য বিজেপি কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় বিজেপির সদস্য রয়েছেন ৭২ জন। আরও জনা ছয়েক বিধায়ক বিজেপির দিকে রয়েছেন। অন্য দিকে কংগ্রেসের সদস্য সংখ্যা ১০৭ এবং তাদের দিকে সমর্থন রয়েছে আরও ডজনখানেক বিধায়কের। সুতরাং পায়লট যদি ২৫ জনকে তাঁর সঙ্গে বিজেপিতে আনতে পারেন তা হলে সংখ্যাগরিষ্ঠতার থেকে গোটা দুয়েক বেশি বিধায়কের সমর্থন থাকবে বিজেপির দিকে। আর তখন নির্দলদেরও টোপ দিয়ে তাদের দিকে টানতে পারবে তারা। এটাই ছিল হিসাব।
জানা যায়, এখানেই বিপাকে পড়েছেন সচিন পায়লট। সম্ভবত, ইতিমধ্যে পায়লটের কিছু সহযোগী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মাকে, যিনি পায়লটের গোঁড়া সমর্থক ছিলেন, অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হতে দেখা গেছে। পায়লটের আরও অন্তত তিন বিশ্বস্ত অনুগামী বিধায়ক রোহিত বহরা, চেতন দুদি এবং দানিশ আবরার রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন এবং পরে তাঁরা সংবাদ মাধ্যমকে জানান তাঁরা কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর প্রতি দায়বদ্ধ। উপ-মুখ্যমন্ত্রীর বিদ্রোহের সঙ্গে তাঁর অনুগামী যে ১৬ জন বিধায়ক শনিবার ও রবিবার দিল্লি ও গুরুগ্রামের হোটেলে ছিলেন, এই তিন জন তাঁদের মধ্যে ছিলেন।
সচিন পায়লটকে যে ইঙ্গিত দিয়েছিল বিজেপি তা থেকে তারা সরে এসেছে কি না বা নিজের শিবিরে বিশ্বাসঘাতকতার আঁচ পেয়ে পায়লট নিজেই পিছিয়ে এসেছেন কি না, তা স্পষ্ট বোঝা না গেলেও, এটা পরিষ্কার প্রতিদ্বন্দ্বী অশোক গহলৌতের জামার আস্তিনে ক’টা তাস লুকোনো আছে তা না বুঝেই একটু আগ বাড়িয়ে খেলছিলেন সচিন পায়লট। তাই কি তাঁর পিছিয়ে আসা?
দেশ
আজ থেকে ছ’টি দেশে কভিডের টিকা পাঠাচ্ছে ভারত

খবরঅনলাইন ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেছেন যে বিশ্বের কয়েকটি দেশে কোভিডের টিকা পাঠাবে ভারত। বুধবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে ‘টিকা মৈত্রী’ নামও দিয়েছেন মোদী।
মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে মোদী বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্যজনিত প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে অংশীদারিত্ব হতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছে ভারত। আগামিকাল থেকে বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। আগামিদিনেও সেই প্রক্রিয়া চলবে।’
মোদীর ঘোষণা কিছু আগে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ‘করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য’ প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত।
বাংলাদেশ ছাড়াও ভারত টিকা পাঠাবে মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার, সিসেলসকে। এ ছাড়া শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মরিশাসকেও ভারত টিকা পাঠাবে। তবে এই তিন দেশ থেকে টিকা গ্রহণের প্রয়োজনীয় ছাড়পত্র এখনও মেলেনি।
তবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কোভিশিল্ড নাকি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পাঠানো হচ্ছে, সে বিষয়ে সাউথ ব্লকের বিবৃতিতে কিছু জানানো হয়নি।
এ দিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, উপহার হিসেবে বুধবার ভারতের থেকে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ পাবে বাংলাদেশ। ভারত থেকে একটি বিশেষ বিমানে করে তা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী কোভিড পজিটিভ, বাড়িতেই চলছে চিকিৎসা
দেশ
ভারতে সক্রিয় রোগী নামল দুই লক্ষের নীচে, কেরল বাদে বাকি দেশে আক্রান্ত ৭,৬৩৭
কেরলকে নিয়ে চিন্তার অন্ত নেই।

খবরঅনলাইন ডেস্ক: ভারতে করোনার গ্রাফ ক্রমশ নিম্নগামী। কিন্তু এখনও চিন্তা যাচ্ছে না কেরলকে নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য পেশ করছে, তা দেখে এটা মনে হচ্ছে যে কেরল এক দিকে রয়েছে এবং বাকি ভারত এক দিকে। তবে এটাও ঠিক যে ভারতে সামগ্রিক ভাবে সংক্রমণের চিত্রটি আরও ভালো হচ্ছে। বুধবারই দেশে সক্রিয় রোগীর সংখ্যাটি দুই লক্ষের নীচে নেমে গিয়েছে। ক্রমশ পড়ছে সংক্রমণের হারও।
নতুন আক্রান্ত ১৪ হাজারের একটু কম
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬০। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮২৩ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ২০১ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ৩২৭ জন। বর্তমানে দেশে মাত্র ১.৮৬ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিৎসাধীন।
কী ভাবে লাগাম পড়ছে সংক্রমণে
সংক্রমণ কী ভাবে কমছে, সেটা সংক্রমণের হারটা দেখে বুঝতে হয়। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ এখন দেশে প্রতি ১০০ টেস্টে দৈনিক আক্রান্ত হচ্ছেন গড়ে ২ জন।
গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৬৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ১.৮০ শতাংশ। এ দিকে সামগ্রিক সংক্রমণের হার আরও কমছে। ১৯ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ১৮ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৫.৬১ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে এই আশা করাই যায়।
সংক্রমণ কোথায় কেমন?
কেরল এখনও চিন্তায় রাখছে গোটা দেশকে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬,১৮৬ জন। যদিও,কিছুটা স্বস্তি দিয়ে সেখানে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নেমেছে। তবে দেশের বাকি সব অংশে যখন সংক্রমণের হার দুই শতাংশ, বা তারও নীচে নেমে গিয়েছে, তখন কেরলের এই সংক্রমণের হার যথেষ্ট চিন্তাদায়ক।
কেরলের পর সব থেকে বেশি সংক্রমণ গত ২৪ ঘণ্টায় ছিল মহারাষ্ট্রে (২,২৯৪)। যদিও, এই রাজ্যেও সংক্রমণের হার ক্রমশ নিম্নগামী।
গত ২৪ ঘণ্টায় যে যে জায়গায় সংক্রমণ তুলনামূলক বেশি ছিল সেগুলি হল কর্নাটক (৬৪৫), তামিলনাড়ু (৫৪৩), গুজরাত (৪৮৫), পশ্চিমবঙ্গ (৪১২), ছত্তীসগঢ় (৩৮৩)।
সুস্থ হলেন ১৭ হাজারের সামান্য কম
মঙ্গলবারের তুলনায় বুধবার ভারতে দৈনিক সুস্থতার সংখ্যাটি একটু কমলেও সেটা আহামরি কিছু কমেনি। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লক্ষ ৪৫ হাজার ৭৪১ জন। দেশে সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৬.৬৯ শতাংশ।
মৃতের সংখ্যা একটু বাড়ল
মৃতের সংখ্যাটি সামান্য বেড়ে, গত ২৪ ঘণ্টায় সেটা ১৬২ হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৭১৮ জনের। ভারতে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৪৪ শতাংশ।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
শীত চলে যায়নি, ফিরবে বৃহস্পতিবার
দেশ
রবিবার পর্যন্ত করোনাহীন ছিল লাক্ষাদ্বীপ, পরের দু’ দিনে পজিটিভ ১৫
প্রথমে এক জন কোভিডে আক্রান্ত, তার পর তাঁর সংস্পর্শে থাকা ১৪ জন আক্রান্ত।

খবরঅনলাইন ডেস্ক: প্রায় এক বছর আগে ভারতে প্রথম করোনার সন্ধান পাওয়া গিয়েছিল। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এত দিন পর্যন্ত কোভিডমুক্ত ছিল একমাত্র লাক্ষাদ্বীপ (Lakshadweep)। কিন্তু শেষরক্ষা হল না!
রবিবার পর্যন্ত করোনাহীন থাকা লাক্ষাদ্বীপে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে সোমবার। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে কর্মরত এক ব্যক্তির শরীরে এই সংক্রমণ ধরা পড়ে। গত ৩ জানুয়ারি কোচি থেকে জাহাজে লাক্ষাদ্বীপ আসেন তিনি। সোমবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এর পরেই তটস্থ হয়ে পড়ে স্থানীয় প্রশাসন। কারণ প্রশাসনের নয়া নির্দেশ অনুযায়ী কেরল থেকে দ্বীপে আসা ব্যক্তিদের আর বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হচ্ছিল না। ফলে ওই ব্যক্তি অনেকের সংস্পর্শে এসেছেন বলে নিশ্চিত হয় প্রশাসন।
এর পর শুরু হয় ‘কন্ট্যাক্ট ট্রেসিং’। কোয়ারান্টাইনের নির্দেশ দেওয়া। ৩১ জনকে খুঁজে বের করা হয় যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।
বিশেষ দল পাঠাচ্ছে স্তম্ভিত স্বাস্থ্য মন্ত্রক
রবিবার পর্যন্ত করোনাহীন থাকা লাক্ষাদ্বীপে, বর্তমানে ১৫ জন কোভিডরোগী চিকিৎসাধীন। ভারতে যখন কোভিডের দাপট ক্রমশ ঝিমিয়ে আসছে, তখন লাক্ষাদ্বীপের খবরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কার্যত স্তম্ভিত।
কেন্দ্রের তরফে একটি বিশেষ টিম লাক্ষাদ্বীপে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, “পুদুচেরির জওহরলাল নেহরু ইন্সটিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুনের ন্যশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি এবং স্বাস্থ্য মন্ত্রকের আঞ্চলিক অফিসের কর্তাদের নিয়ে এই দল তৈরি করা হয়েছে।”
করোনা মোকাবিলায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই বিশেষ দল সাহায্য করবে বলে জানানো হয়েছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ল কনেযাত্রীদের গাড়ি, ধূপগুড়িতে নিহত ১৪
-
রাজ্য1 day ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল3 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান