sachin tendulkar
ঘটনায় ক্ষুব্ধ সচিন।

মুম্বই: ছত্রপতি শিবাজি স্টেশনে ফুট ওভারব্রিজ ভেঙে পড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন সচিন তেন্ডুলকর। সেই সঙ্গে প্রশাসনের প্রতি একটি বিশেষ আবেদনও করেছেন তিনি।

আরও পড়ুন বিধ্বস্ত ফুট ওভারব্রিজ: মৃত বেড়ে ৬, রেল-পুরসভার বিরুদ্ধে এফআইআর মুম্বই পুলিশের

ওভারব্রিজ ভেঙে পড়ার পর একটি টুইট করেন সচিন। সেখানে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সচিন বলেন, “যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ রকম ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা নেবে, এই আশা রাখি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার, ব্যস্ত সন্ধ্যায় মুম্বইয়ের ব্যস্ততম সিএসটি স্টেশনে ভেঙে পড়ে এই ফুট ওভারব্রিজ। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পেছনে দায় নিয়ে মুম্বই পুরসভা এবং রেলের মধ্যে টানাপড়েন শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here