সাক্ষী, সিন্ধুকে ‘সোনাজয়ী’ বানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী, দেখুন ভিডিও

0

কে বলল এ বার অলিম্পিক থেকে মাত্র একটি রুপো আর একটি ব্রোঞ্জ জিতেছে ভারত ! এর সাথে দুটি সোনাও তো জিতেছে ! না কোনও হেঁয়ালি কিছু নয়, দেশের ক্রীড়ামন্ত্রী নিজেই বলেছেন সাক্ষী মালিক আর পিভি সিন্ধু সোনার পদক জিতে এসেছেন।

রিও অলিম্পিকের শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। কখনও ক্রীড়াবিদদের সাথে তাঁর সেলফি তোলার হিড়িক যথেষ্ট নিন্দা কুড়িয়েছে তো কখনও দীপা কর্মকারকে বেমালুম ‘দীপা কর্মনাকার’ বানিয়ে টুইট করেছেন তিনি। রবিবারও ফের একটি আলটপকা মন্তব্য করেন তিনি। এ দিন খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার আর তেনজিং নোরগে পুরস্কারপ্রাপ্ত সব ক্রীড়াবিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। এই প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়েল বলেন, “সব পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন রিও অলিম্পিকের দুই সোনাজয়ী সাক্ষী মালিক আর পিভি সিন্ধু”।

গোয়েলের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই অবশ্য সোশাল মিডিয়ায় তুমুল হট্টগোল শুরু হয়ে গেছে।   

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন