সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের দাবিগুলি নিয়ে পথে নামছে। বুধবার দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এসকেএম তাদের নতুন কর্মসূচির ঘোষণা করেছে।
এসকেএমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল দাবিগুলি হল ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গ্যারান্টি, ফসল বীমা এবং ঋণ মাফ। এই দাবিগুলি এখনও পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় এসকেএম ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে।
এসকেএমের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের প্রতিনিধি দল ১৬, ১৭ এবং ১৮ জুলাই লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদের সঙ্গে দেখা করবে এবং তাদের কাছে দাবিগুলির একটি নতুন তালিকা জমা দেবে। পাশাপাশি, এনডিএ সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যও তাদের অনুরোধ করবে।
এসকেএম নেতৃত্বের মতে, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইবে এবং তাঁদের কাছে একটি স্মারকলিপি জমা দেবে।
কেন্দ্রে তৃতীয়বার মোদী ক্ষমতায় আসার পর ফের নিজেদের দাবি নিয়ে সরব হচ্ছে এসকেএম। দাবি না মিটলে ফের তারা বড়সড় আন্দোলনের রাস্তায় হাঁটতে পারে মনে করা হচ্ছে।