ওয়েবডেস্ক: সুখবর ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার বাড়িয়েছে তারা। এক কোটি টাকার নীচে, ‘রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোসিট’-এ সুদের হার বাড়িয়েছে এসবিআই। তবে এই সুবিধা পাবেন যাঁরা দু’বছর বা তার বেশির জন্য এফডি করেছেন।
এসবিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দুই থেকে তিন বছরের জন্য এফডি করলে এখন থেকে ৬.৬০ হারে সুদ পাওয়া যাবে। এত দিন পর্যন্ত সুদের হার ছিল সাড়ে ছ’ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের জন্য এফডি করলে সাড়ে ছ’ শতাংশের বদলে সুদ পাওয়া যাবে ৬.৭০ শতাংশ হারে। ৫ থেকে ১০ বছরের জন্য এফডি করলে সুদ পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ হারে। আগে এই ক্ষেত্রে সুদের হার ছিল সাড়ে ছ’শতাংশ।
প্রবীণ নাগরিকরা দুই থেকে তিন বছরের জন্য এফডি করলে সুদ পাবেন ৭ শতাংশের বদলে ৭.১০ শতাংশ হারে। তিন থেকে পাঁচ বছরের এফডিতে সুদ পাবেন ৭.২০ শতাংশ এবং ৫ থেকে ১০ বছরের জন্য এফডি করলে সুদ পাওয়া যাবে ৭.২৫ শতাংশ হারে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।