নিউদিল্লি রেলওয়ে স্টেশনে ১৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় তদন্তের দাবি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (পিআইএল) খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারী রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকৃত মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ তুলেছিলেন। যদিও শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
সরকারি পরিসংখ্যান চ্যালেঞ্জ করেছিলেন আবেদনকারী
আবেদনকারীর দাবি ছিল, রেল প্রশাসন মাত্র ১৮ জনের মৃত্যুর কথা জানালেও প্রকৃত সংখ্যা আরও বেশি।
সিবিআই তদন্ত ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি
আবেদনে সিবিআই তদন্তের পাশাপাশি রেলওয়ে কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছিল। এছাড়াও, ঘটনাস্থল ও সংলগ্ন হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানানো হয়, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
আদালতের রায়
আবেদন পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয় এবং এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এই রায়ের মধ্যে দিয়ে রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থার ওপর চলমান বিতর্ক এবং বড় দুর্ঘটনার পর ভারতীয় রেলের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা অব্যাহত রয়ে গেল।