ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্যকে আপত্তিকর, ঘৃণ্য এবং কুরুচিপূর্ণ বলে চিহ্নিত করল সুপ্রিম কোর্ট। ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ শো-তে তাঁর বক্তব্যের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-র পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কঠোর মন্তব্য করে জানায়, “গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে সমাজের নিয়ম ভেঙে যা খুশি বলার লাইসেন্স কারও নেই।”
আদালত রণবীরকে কড়া ভাষায় প্রশ্ন করে, “আপনার কি অধিকার আছে যা খুশি বলার? নিজের কুরুচিপূর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছেন?” গুয়াহাটি গিয়ে আত্মপক্ষ সমর্থন করতে কেন আপত্তি, সেই প্রশ্নও তোলা হয়। বেঞ্চ আরও জানায়, “আপনার ভাষা প্রমাণ করছে আপনার মানসিকতা কতটা বিকৃত। এটি প্রতিটি বাবা-মা, বোন এবং শিশুকে লজ্জায় ফেলবে।”
সোশ্যাল মিডিয়ায় রণবীরকে দেওয়া হুমকির বিষয়টিকে আদালত গুরুত্ব দেয়নি, বরং বলেছে, “এগুলো শুধু সস্তা প্রচারের জন্য দেওয়া হুমকি মাত্র।” রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড় শুক্রবার জরুরি শুনানির আবেদন করলে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না আশ্বাস দেন, মামলাটি দুই থেকে তিন দিনের মধ্যে উপযুক্ত বেঞ্চে তোলা হবে।
অন্তর্বর্তী সুরক্ষা পেলেন ইউটিউবার
মহারাষ্ট্র সাইবার বিভাগ, গুয়াহাটি পুলিশ ও জয়পুর পুলিশের একাধিক এফআইআর থাকা সত্ত্বেও রণবীর ইলাহাবাদিয়া এখনও অধরা বলে জানিয়েছেন মুম্বই ও গুয়াহাটি পুলিশের যৌথ বিবৃতিতে। তবে সুপ্রিম কোর্ট আপাতত তাঁকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে।
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্ক কী?
শো-তে “পিতামাতার যৌনতা” নিয়ে রণবীরের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এর জেরে বিভিন্ন জায়গায় পুলিশি পদক্ষেপ নেওয়া হয়। ইউটিউব শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ আপত্তিকর মন্তব্য করার কারণে রণবীর ইলাহাবাদিয়া, কৌতুকশিল্পী সময় রায়না ও অন্যদের বিরুদ্ধে দেশ জুড়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। অসম পুলিশ রণবীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, এবং মহারাষ্ট্র সাইবার সেল ২৪ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে।
এদিকে, কৌতুকশিল্পী সময় রায়নাকে মঙ্গলবার ডেকে পাঠিয়েছে সাইবার সেল। এই মামলায় ইউটিউবার জসপ্রীত সিং, অপূর্ব মাখিজা ও আশিস চঞ্চলানির নামও রয়েছে।