সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই, রাজ্যের আপত্তি খারিজ করে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল।
চলতি বছরের ৫ জানুয়ারি ইডি সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে হানা দেয়। যদিও শাহজাহানের দেখা মেলেনি, বরং ইডি আধিকারিকদের উপর হামলা হয়। এর পর থেকেই শাহজাহানের বিরুদ্ধে জমি, ভেড়ি জখল ও নারী নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শাহজাহান বেপাত্তা হয়ে যায়। ৫৫ দিন পর ফেব্রুয়ারির শেষে শাহজাহান গ্রেফতার হন।
মামলা হাই কোর্টে গড়ায় এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। রাজ্য সরকার এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করে। সোমবার বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে।
বিরোধীরা দাবি করেন, রাজ্য সরকার শেখ শাহজাহানকে রক্ষা করতে চাইছে। সুপ্রিম কোর্টের শুনানিতেও এই প্রসঙ্গ ওঠে। বিচারপতি প্রশ্ন করেন, “কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য?” রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি এফআইআর হয়েছে, যার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও রয়েছে এবং ৪২টি মামলায় চার্জশিটও হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় অহেতুক রাজনীতির রং লাগানো হচ্ছে।
সবশেষে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। এই নির্দেশে স্পষ্ট করা হয়েছে, সন্দেশখালি মামলার তদন্ত সঠিক ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সিবিআই-এর প্রয়োজন।