Homeখবরদেশসন্দেশখালি মামলায় সিবিআই তদন্ত বহাল, রাজ্যের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্ত বহাল, রাজ্যের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

সন্দেশখালি মামলার তদন্ত করবে সিবিআই, রাজ্যের আপত্তি খারিজ করে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল।

চলতি বছরের ৫ জানুয়ারি ইডি সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে হানা দেয়। যদিও শাহজাহানের দেখা মেলেনি, বরং ইডি আধিকারিকদের উপর হামলা হয়। এর পর থেকেই শাহজাহানের বিরুদ্ধে জমি, ভেড়ি জখল ও নারী নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শাহজাহান বেপাত্তা হয়ে যায়। ৫৫ দিন পর ফেব্রুয়ারির শেষে শাহজাহান গ্রেফতার হন।

মামলা হাই কোর্টে গড়ায় এবং আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। রাজ্য সরকার এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করে। সোমবার বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে।

উপাচার্য নিয়োগে জট কাটাতে সুপ্রিম কোর্টের একগুচ্ছ নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩ মাসের মধ্যে

বিরোধীরা দাবি করেন, রাজ্য সরকার শেখ শাহজাহানকে রক্ষা করতে চাইছে। সুপ্রিম কোর্টের শুনানিতেও এই প্রসঙ্গ ওঠে। বিচারপতি প্রশ্ন করেন, “কেন একজনকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য?” রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি এফআইআর হয়েছে, যার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও রয়েছে এবং ৪২টি মামলায় চার্জশিটও হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় অহেতুক রাজনীতির রং লাগানো হচ্ছে।

সবশেষে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। এই নির্দেশে স্পষ্ট করা হয়েছে, সন্দেশখালি মামলার তদন্ত সঠিক ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সিবিআই-এর প্রয়োজন। 

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে 'বৈবাহিক ধর্ষণ'কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে...

পরিচয় গোপন করে ভিন ধর্মে বিয়ের অভিযোগ, যুবককে যাবজ্জীবন, অভিযুক্তের বাবাকেও দুই বছরের কারাদণ্ড

উত্তরপ্রদেশের বরেলিতে ২৫ বছর বয়সি এক মুসলিম ব্যক্তিকে পরিচয় গোপন করে আন্তঃধর্মীয় বিয়ে করার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?