sea link

মুম্বই: বান্দ্রা-ওরলি সি-লিঙ্কের পরে এ বার দ্বিতীয় সি-লিঙ্ক পেতে চলেছে মুম্বই। নতুন সি-লিঙ্কে যুক্ত হবে বান্দ্রা এবং ভারসোভা। এই প্রকল্পে সম্মতি মিলেছে মহারাষ্ট্র সরকারের।

বান্দ্রা-ওরলি সি-লিঙ্কের এক্সটেনশন হিসেবেই গণ্য হবে নতুন এই ব্রিজ। আট বছর আগে এই প্রকল্পে সম্মতি দিয়েছিল মহারাষ্ট্রের মন্ত্রিসভার পরিকাঠামো বিষয়ক কমিটি। সোমবার সম্মতি মিলল মহারাষ্ট্র সরকারের। ১৭.১৭ কিমি দূরত্বের এই ব্রিজ তৈরিতে খরচ হবে মোট ৭,৫০২ কোটি টাকা।

নতুন সি-লিঙ্কের ফলে মুম্বইয়ের পশ্চিম শহরতলির যান সমস্যা কমবে বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্র সরকার সূত্রে জানানো হয়েছে, এই সি-লিঙ্কের উচ্চতা হবে সমুদ্রতল থেকে ৯০০ মিটার। বান্দ্রা, ওটার্স ক্লাব, জুহু লিঙ্ক রোড এবং ভারসোভা লিঙ্ক রোডের সঙ্গে সংযোগ থাকবে এই ব্রিজের। বান্দ্রা-ওরলি সি-লিঙ্কে যে হারে টোলট্যাক্স নেওয়া হয়, সেই একই হারে টোল নেওয়া হবে নতুন সি-লিঙ্কেও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here