himachal pradesh bilaspur landslide
সেই মুহূর্ত। এএনআইয়ের ভিডিও থেকে নেওয়া ছবি

ওয়েবডেস্ক: একেই বোধহয় বলে রাখে হরি, মারে কে!

সম্প্রতি হিমাচল প্রদেশের বিলাসপুর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কী ভাবে বরাতের জোরে ধসের কবল থেকে বেঁচে গেলেন এক স্কুটার চালক। ভিডিওয় দেখা যাচ্ছে ওই ব্যক্তি নিজের স্কুটার নিয়ে একটি খারাপ অঞ্চল পেরিয়ে যাচ্ছেন। বোঝাই যাচ্ছে ওই অঞ্চলে আগে থেকেই ধস নেমেছিল। কিন্তু আসল ঘটনা হল এর পরে।

ওই অঞ্চলটা পেরিয়ে যাওয়ার এক সেকেন্ডেরও কম সময় পরেই পাহাড় থেকে হুড়মুড় করে নেমে পড়ল ধস। বলে যতটা বোঝানো যাবে তার থেকে ভালো এই ভিডিওটা দেখে নিন, বুঝে যাবেন।

জীবন-মৃত্যুর মধ্যে ফারাকটা কতটা কম সেটাই দেখা গেল এই ভিডিও। সেই সঙ্গে শিক্ষা দিয়ে গেল, বর্ষাকালে এ ভাবে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া বিশেষ উচিত নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন