শেয়ার বাজারে নজিরবিহীন পতন, বন্ধ রইল কেনাবেচা

0
Sensex Modi

খবর অনলাইনডেস্ক: নজিরবিহীন পতন শেয়ার বাজারে। ৪৫ মিনিটের জন্য বন্ধ করতে হল কেনাবেচা। করোনাভাইরাসের (Coronavirus) ধাক্কা এতটাই বেশি যে তার ধাক্কা সামলানো দূর, ক্রমশ খাদে পড়ছে শেয়ারবাজার।

সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) দুই সূচকই ‘লোয়ার সার্কিট’-এ পৌঁছে যাওয়ায় বন্ধ করতে হয় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল ফিফটি (নিফটি)। ডলারের নিরিখে টাকার দামও পড়েছে ১৪ পয়সারও বেশি।  

শুক্রবার সকালে ১৫০০ পয়েন্ট নীচে নেমে খোলে সেনসেক্স। কয়েক মিনিটের মধ্যেই সেই পতন ছাড়িয়ে যায় ৩০০০ পয়েন্টেরও বেশি। আপাতত ২৯৬৮৭ পয়েন্টে থেমে রয়েছে সেনসেক্স। নিফটিও খোলে প্রায় ৫০০ পয়েন্ট নীচে। ৯৬৬ পয়েন্ট নেমে ৮৬২৪ পয়েন্টে থেমে রয়েছে নিফটির সূচক। 

ঠিক একই কারণে কয়েক দিন আগে আমেরিকার শেয়ারবাজার ১৫ মিনিটের জন্য বন্ধ করতে হয়েছিল। এ বার ভারতকেও সেই পথে হাঁটতে হল।

আরও পড়ুন শুক্রবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে

উল্লেখ্য, বৃহস্পতিবারই এক দিনে সর্বনিম্ন পতনের রেকর্ড দেখেছিল শেয়ার বাজার। এ দিন সেই নজিরও ছাপিয়ে গেল।২০০৮ সালে বিশ্বজোড়া আর্থিক মন্দার সময়ে শেয়ার বাজারে যে ভাবে ধস নেমেছিল, করোনাভাইরাসের জেরে এই রকম পরিস্থিতিই তৈরি হতে পারে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন