Homeখবরদেশপ্রবীণদের জন্য রেলের টিকিটে ছাড় কি পুনরায় চালু হবে? কী বললেন রেলমন্ত্রী

প্রবীণদের জন্য রেলের টিকিটে ছাড় কি পুনরায় চালু হবে? কী বললেন রেলমন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: করোনাভাইরাস মহামারির সময় প্রবীণ নাগরিকদের ভাড়ায় ছাড় বাতিল করার ঘোষণা করা হয়েছিল। এর জন্য বিভিন্ন যুক্তিও তুলে ধরা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। তবে সাম্প্রতিককালে সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে বেশ কয়েক বার আলোচনা হয়েছে। প্রবীণ নাগরিক, সাংবাদিক এবং অন্যান্য শ্রেণির জন্য ছাড় পুনরায় চালু করার দাবি তুলেছেন লোকসভার একাধিক সদস্য।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে সমাজের সমস্ত অংশের জন্য সাশ্রয়ী পরিবহন পরিষেবা প্রদান করে। তিনি জানান, ২০২২-২৩ সালে যাত্রী টিকিটে ৫৬,৯৯৩ কোটি টাকা ভর্তুকি দিয়েছে ভারতীয় রেল।

মন্ত্রী আরও জানান, “রেলওয়ে প্রতিটি যাত্রীর জন্য গড়ে ৪৬ শতাংশ ছাড় দিয়ে থাকে। অর্থাৎ, যদি কেউ ১০০ টাকার টিকিট কাটেন, তবে তিনি এর জন্য শুধুমাত্র ৫৪ টাকা দেন।” বর্তমানে, চারটি প্রতিবন্ধী শ্রেণি, ১১টি রোগীর শ্রেণি এবং ৮টি ছাত্র শ্রেণির জন্য ছাড় অব্যাহত রয়েছে।

এখনও প্রবীণ নাগরিক ও সাংবাদিকদের জন্য ভাড়ার ছাড় পুনরায় চালু করার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের দাবি, ভারতীয় রেলওয়ে নিজের আধুনিকীকরণের এক নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক স্টেশন, ট্রেন এবং প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকা এই সরকারি পরিবহন সংস্থা বহু শ্রেণির যাত্রীদের জন্য ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ভাড়ায় ছাড় দিয়ে আসছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে, ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেন ভাড়ায় যে বিশেষ ছাড় দেওয়া হত, তা বন্ধ করে দেয়। এই ব্যবস্থায় মহিলা প্রবীণ নাগরিকরা ৫০ শতাংশ এবং পুরুষ ও তৃতীয় লিঙ্গের প্রবীণ নাগরিকরা ৪০ শতাংশ ছাড় পেতেন। এই ছাড় বন্ধ হয়ে যাওয়ার পর পুরো ভাড়া দিতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন: ভারতে ৭৭ লাখ ডেলিভারি কর্মী, ২০৩০-এ পৌঁছাবে আড়াই কোটিতে: নীতিন গডকড়ী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।