আর্থিক বৃদ্ধির খবরে চাঙ্গা সেনসেক্স, ১৩ মাসে সর্বোচ্চ

0

গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ হল সেনসেক্স। মঙ্গলবার ৪৪০.৩৫ পয়েন্ট লাভ করে সেনসেক্স দিন শেষ করে ২৮,৩৪৩.০১ পয়েন্টে।

রিজার্ভ ব্যাঙ্কের সর্বশেষ রিপোর্টে জানা গেছে যে, ২০১৫-১৬ অর্থনৈতিক বছরের থেকে ২০১৬-১৭-এ দেশের ‘বৃদ্ধির’ সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। বৃদ্ধির হার গত বছরের তুলনায় বেড়ে  ৭.৬ শতাংশ হতে চলেছে এই আর্থিক বছরে। এই সংবাদেই চাঙ্গা হয়ে ওঠে মঙ্গলবারের শেয়ার বাজার।

সেনসেক্সের পাশাপাশি ১৩৬.৯০ লাভ করে ৮,৭৪৪.৩৫ পয়েন্টে দিন শেষ করেছে নিফটি।  

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন