খবর অনলাইন ডেস্ক: আরও একটা শুক্রবার, আবার পতন শেয়ার বাজারে। এ বার পতন আরও বিধ্বংসী। এ দিন বাজার খোলার পরেই সেনসেক্সের সূচক পড়েছে ১,৩০০ পয়েন্ট।
এ দিন সকালে সেনসেক্সের সূচক পড়ে দাঁড়িয়ে যান ৩৭, ১৮০ পয়েন্টে। অন্য দিকে বড়ো পতন হয়েছে নিফটিরও। সে ৩৮৫ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছিল ১০,৮৮১ পয়েন্টে।
করোনাভাইরাসের থাবাতেই বিধ্বস্ত অবস্থা শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাসের জেরে বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধি ধাক্কা খেতে পারে। এই আশঙ্কাতেই এ রকম পতন দেখছে শেয়ার বাজার।
এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের কিছু কম মানুষের। ভারতেও জাল বিস্তার করার চেষ্টায় রয়েছে করোনা। এখনও পর্যন্ত এ দেশে ৩০ জনের শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।
আরও পড়ুন হিন্দু হোস্টেলের দাবিতে বৃহত্তর আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা, অবরুদ্ধ কলেজ স্ট্রিটে
শুধু ভারত নয়, গোটা বিশ্বেই শেয়ার বাজার বিধ্বস্ত। বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রেও শেয়ার বাজারে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।