gauri lankesh

ওয়েবডেস্ক: গৌরী লঙ্কেশের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করল কর্নাটকের বিশেষ তদন্তকারী দল (সিট)। এমনই জানানো হয়েছে পুলিশের তরফে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, “৫০ বছর বয়সী মোহন নায়ক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিট। গত ১৮ জুলাই তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। আদালত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। লঙ্কেশের হত্যায় সে কী ভাবে জড়িত ছিল, সেটা তদন্তের আগে বলা সম্ভব নয়।”

আরও পড়ুন ‘ধর্ম বাঁচানোর জন্য গৌরী লঙ্কেশকে খুন করেছি’, জেরায় বলল পরশুরাম ওয়াঘমোড়ে

গত বছর ৫ সেপ্টেম্বরে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয় লঙ্কেশকে। তারপর থেকে মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। এই ঘটনায় প্রথম গ্রেফতার করা হয়েছিল নবীন কুমারকে। তাকে জেরা করেই বাকিদের গ্রেফতার করা হয়। জানা যায় কী ভাবে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

উল্লেখ্য কন্নড় লেখক কেএস ভগবানকে হত্যার ছক ফাঁস করতে গিয়েই লঙ্কেশের খুনিদের কাছাকাছি পৌঁছে যায় সিটের তদন্তকারীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here