shaan heckled for singing bengali song
ফাইল ছবি

গুয়াহাটি: নাগরিকপঞ্জিকে কেন্দ্র করে এমনিতে অসমে বাঙালিরা বেশ চাপে রয়েছেন। তার ওপর বাংলা গান গাওয়ার জন্য গায়ক শানকে আক্রমণ করার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে।

রবিবার রাতে ওই স্টেডিয়ামে শো ছিল জনপ্রিয় এই গায়কের। বেশ কয়েকটি গান গাওয়ার পর একটি বাংলা গান ধরেন তিনি। তার পরেই তাঁকে লক্ষ করে দর্শকাসন থেকে কাগজের বল ছোটো ছোটো পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে শোনা যাচ্ছে কেউ একজন শানকে উদ্দেশ করে বলছে, “এটা বাংলা নয়, অসম।”

সঙ্গে সঙ্গে নিজের গান থামিয়ে দেন ক্ষুব্ধ শান। মাইকে তাঁকে বলতে শোনা যায়, “একজন শিল্পীর সঙ্গে কখনও এ রকম করবেন না। ব্যাপারটার রাজনৈতিক রঙ দয়া করে দেবেন না। একজন শিল্পীকে সম্মান করতে শিখুন।” যে শানকে পাথর ছুড়েছিল, তাঁকে মঞ্চে নিয়ে আসার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শান।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে ৮০০ ফুট উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ভারতীয় দম্পতির

এর পরেই শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বাংলা গান গাওয়ার জন্যই শানকে আক্রান্ত হতে হল, এমন অভিযোগে সরব হন অনেকে। তবে এই ঘটনার জন্য অসমের অনেক মানুষই শানকে টুইট করে দুঃখপ্রকাশ করেছেন।

শানও জানিয়েছেন, একটা ঘটনার জন্য গোটা অসমকে অন্য চোখে দেখা উচিত নয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here