ওয়েবডেস্ক: প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আবেগমথিত বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ভালো বন্ধু’-এর প্রয়াণে লন্ডন থেকে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।
শোকবার্তায় হাসিনা বলেন, “সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। আমরা একজন ভালো বন্ধুকে হারালাম। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের কথা বাংলাদেশ সর্বদা মনে রাখবে।”
আরও পড়ুন ২৮১ ঘণ্টায় পাশ ৩৬টি বিল, ছ’দশকের রেকর্ড ভাঙল সপ্তদশ লোকসভা
উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে বেশ কিছু ব্যাপারে চুক্তি করে ভারত। এই চুক্তিগুলির মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হয়। বিদেশমন্ত্রী হওয়ার ফলে সেই সম্পর্কের উন্নতিতে সুষমার যে যথেষ্ট অবদান রয়েছে সেটাই বোঝাতে চাইলেন হাসিনা। উল্লেখ্য, আগামী অক্টোবরে ভারত সফরে আসার কথা হাসিনার।
সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিদেশমন্ত্রী ডঃ এ.কে আব্দুল মোমেনও।