ইসলাম ধর্মে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ‘তিন তালাক’ ব্যবস্থার তীব্র প্রতিবাদ করে ‘নিকাহনামা’ নামের নতুন ব্যবস্থার খসড়া বানালো সর্বভারতীয় শিয়া পার্সোনাল ল বোর্ড। এতে মুসলমান সমাজের বিবাহ সংক্রান্ত কিছু আইনের শর্তাবলী পরিবর্তনের কথা বলা হয়েছে।
সর্বভারতীয় শিয়া পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র মৌলানা ইয়াসুব আব্বাস এক দৈনিক সংবাদপত্রকে সাক্ষাৎকারে জানিয়েছেন, মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদের অধিকার নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপাতত ‘নিকাহনামা’-র খসড়াটি পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট জাফারিয়াব জিলানির কাছে।
২০০৩ সালে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একই ধরনের নিকাহনামার খসড়া তৈরি করেছিল, যেখানে বলা হয় স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কেউ বিবাহ বিচ্ছেদ করতে পারবে। যদিও সাম্প্রতিক কালে শীর্ষ আদালতে তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করার ঘোর বিরোধিতা করেছে ওই সংগঠন। তাদের যুক্তি, ইসলাম ধর্মের ব্যক্তিগত আইনকে সমাজ সংস্কারের জন্য নতুন করে লেখা যায়না। তাঁরা আরও বলেন মুসলিম পুরুষ সমাজ এই আইনের অপব্যবহার করেনা।
কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কী মনে করে, কিছুদিন আগেই তা জানতে চেয়ে কেন্দ্রকে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।