মহারাষ্ট্রে সরকার গঠনের আলোচনা তুঙ্গে। এরই মধ্যে শনিবার একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি জানিয়েছে। শিন্ডে এই দাবিকে “ন্যায্য এবং স্বাভাবিক” বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে মহাযুতির তিন প্রধান নেতা— দেবেন্দ্র ফড়নবীস, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার— মুম্বাইতে ফিরেছেন। শিন্ডে জানান, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে “ইতিবাচক আলোচনা” হয়েছে।
নয়াদিল্লি থেকে মুম্বই ফিরে যাওয়ার আগে শিন্ডে সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের বিষয়ে সিদ্ধান্ত “এক-দু’দিনের মধ্যেই” নেওয়া হবে। তিনি বলেন, “আমরা আলোচনা করেছি এবং তা অব্যাহত থাকবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।” শিন্ডে আরও জানান, তিনি সরকার গঠনে কোনও বাধা হবেন না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সিদ্ধান্ত মেনে চলবেন।
সূত্রের খবর, বিজেপি নতুন মন্ত্রীসভায় ১৭ জন মন্ত্রী মনোনীত করতে পারে, যেখানে পুরনো এবং নতুন মুখের সমন্বয় থাকবে। শিন্ডের শিবসেনা থেকে ৯ জন এবং অজিত পওয়ার শিবির থেকে ৭ জন মন্ত্রী থাকতে পারেন।
এই প্রস্তাবিত মন্ত্রীসভা নিয়ে মহাযুতির মধ্যে আলোচনা চলতে থাকায়, শিবসেনার স্বরাষ্ট্রমন্ত্রক দাবির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপিকে নিয়ে গঠিত মহাযুতি জোট ২৩০টি আসন দখল করেছে। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। শিবসেনা ও এনসিপির আসনসংখ্যা যথাক্রমে ৫৭ ও ৪১। ফলে বিজেপি এনসিপির সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১৪৫ আসন পার হয়ে যাবে, যা শিন্ডের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের ‘ডেপুটি’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল…