দার্জিলিং
করোনাভাইরাসের আতঙ্কে পুরোপুরি বন্ধ সিকিম, নিষেধাজ্ঞা জারি উত্তরবঙ্গেও

খবর অনলাইনডেস্ক: করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্কে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন মরশুম। এক দিকে যখন পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সিকিম (Sikkim), তখন নানা রকম বিধিনিষেধ জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।
এত দিন পর্যন্ত শুধুমাত্র উত্তর সিকিম পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছিল। কিন্তু সোমবার সিকিম সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, আপাতত পুরো সিকিমে আর কোনো পর্যটক ঢুকতে পারবেন না।
বিবৃতিতে বলা হয়েছে ১৭ মার্চ থেকে পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। এই বিধিনিষেধ আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত জারি করার কথা বলা হয়েছে। তবে সেই সঙ্গে এ-ও বলা হয়েছে এই পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শুধু সিকিমই নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও পর্যটকদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের (Darjeeling Wildlife Division) তরফে ঘোষণা করা হয়েছে যে পরবর্তী নির্দেশ পর্যন্ত সেঞ্চল অভয়ারণ্য, মহানন্দা অভয়ারণ্য আর সিঙ্গালিলা অভয়ারণ্য বন্ধ থাকবে। অর্থাৎ পর্যটকরা সান্দাকফু-ফালুট ভ্রমণে যেতে পারবেন না। পাশাপাশি টাইগার হিলও পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে।
এ দিকে করোনাভাইরাসের জেরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কও বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।
করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে ক্লিক করুন এখানে।
দার্জিলিং
Bengal Polls 2021: বদলে গিয়েছে পরিস্থিতি, সকাল সকাল ভোট দিয়ে ‘দিদির জয়’ চাইলেন বিমল গুরুং

খবরঅনলাইন ডেস্ক: তিন বছরে সব বদলে গিয়েছে। আগে কম করে পঞ্চাশ জন বডিগার্ড ঘিরে রাখত তাঁকে। এখন তিনি প্রায় একা। সেই তেজ কমেছে অনেকটাই, কিন্তু লক্ষ্যে তিনি অবিচল। বিজেপির সঙ্গে ১৪ বছরের সম্পর্কে পাট চুকিয়ে বিমল গুরুংয়ের মুখে আজ ‘দিদির’ জয়গান।
শনিবার সক্কালেই দার্জিলিংয়ের পাতলেবাসের বুথে ভোট দিলেন বিমল গুরুং। চোখেমুখে দেখা গেল সেই চেনা আত্মবিশ্বাস। বললেন, “জয় নিশ্চিত আমাদের। পাহাড়ের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের উপনির্বাচনে দার্জিলিংয়ে যেতে বিজেপি। এমনকি লোকসভাতেও তিনটি আসনেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সেখানে আদতে গুরুংয়েরই প্রভাব ছিল। দার্জিলিং পাহাড়ে এখনও গুরুংয়ের প্রভাব যথেষ্ট। তিনি যে পথে চলতে বলবেন, সেই পথেই পাহাড়ের অধিকাংশ ভোটার চলবেন।
সেই কারণেই বিজেপি নয়, রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, গুরুং-সমর্থিত মোর্চা প্রার্থীরাই জিতবেন পাহাড়ের তিনটে আসনে। এ দিকে গুরুংও এ দিন বলেন, “মানুষ পাহাড়ে শান্তি আর উন্নয়নের জন্য ভোট দেবেন। দিদি সরকার গঠন করবে।”
পাহাড়ের ভোট পরিস্থিতি এ বার কিছুটা ভিন্ন। গুরুংপন্থী মোর্চার বিরুদ্ধে নির্দল প্রার্থী নামিয়েছে বিনয়পন্থী মোর্চাও। অন্য দিকে এই দুই শিবিরের মূল প্রতিপক্ষ বিজেপি। তাদের সঙ্গে হাত মিলিয়েছে জিএনএলএফ এবং সিপিআরএম। কিন্তু মূল লড়াইটা গুরুংপন্থী এবং বিনয়পন্থী মোর্চার মধ্যেই। দুই শিবিরই তৃণমূলের সঙ্গে সমঝোতা করে চলতে চাইছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বান্তকরণে চেয়েছিলেন দুই মোর্চা যাতে এক হয়ে যায়। তা হয়নি। মুখ্যমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন যে জিতবে সে দলের সঙ্গে কাজ করবেন তিনি। তবে এ বার পাহাড়ের লড়াই নিয়ে একটা কৌতূহল রয়েছে অবশ্যই। আগেকার মতো এখন আর আন্দাজই করা যাচ্ছে না কোন দল জিতবে। সেটার জন্য ২ মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
পঞ্চম দফার ভোটের সব লাইভ আপডেট দেখুন এখানে ক্লিক করে।
দার্জিলিং
Bengal Polls 2021: এনআরসি নিয়ে বড়ো ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
গোর্খা ভোট টানতেই এমনটা ঘোষণা করতে হল শাহকে।


খবরঅনলাইন ডেস্ক: বাংলার ভোট বড়ো বালাই। আর সে কারণে ঘোষিত নীতি থেকেও পিছিয়ে আসতে হচ্ছে বিজেপিকে। এই যেমন মঙ্গলবার দার্জিলিং সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন এখনই দেশে এনআরসি করার কোনো পরিকল্পনা নেই।
নাগরিকপঞ্জি বা এনআরসি (NRC) নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। এ দিন তিনি জানান, “এখনই এনআরসির কোনো পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে এনআরসি হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনো কারণ নেই।”
উল্লেখ্য, নাগরিকপঞ্জি বিজেপির বহুদিনের ঘোষিত কর্মসূচি। বিজেপি সরকার ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে দিয়েছে। যা কিনা এনআরসির আগের ধাপ হিসেবেই মনে করছেন অনেকে। এমনকি অসমেও তাঁরা সংশোধিত এনআরসি করার প্রতিশ্রুতি দিয়ে ভোট করিয়েছে।
কিন্তু এ রাজ্যের নির্বাচনে যে এনআরসির প্রতিশ্রুতি বুমেরাং হতে পারে সেটা ভালো মতোই জানেন শাহ। একে তো গোর্খা ইস্যু, তার উপর আগামী কয়েক দফায় বাংলায় যে যে জেলায় নির্বাচন, সেই জেলাগুলিতে সংখ্যালঘুদের আধিক্য। এনআরসির আতঙ্কে এই দুটি ফ্যাক্টরই যেতে পারে বিজেপির বিরুদ্ধে। আর সেটা বুঝেই সম্ভবত আগেভাগে জাতীয় নাগরিকপঞ্জি এখনই না করার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন শাহ।
তবে শুধু এনআরসি নয়, এ দিনের সভায় পাহাড়ের রাজনৈতিক সমস্যারও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন শাহ। জানিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় এলে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। বিজেপির জন্য পাহাড়ের তিনটি আসন গুরুত্বপূর্ণ। এতদিন পাহাড়ে গোর্খাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা এবার বন্ধ করবে বিজেপি। তবে সেই রাজনৈতিক সমাধানটি কী, সে ব্যাপারে কিছু খোলসা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
বালিতে প্রচণ্ড শব্দে ভাঙল বাসের কাচ, পাথর না গুলি? চলছে তদন্ত
দার্জিলিং
চৈত্রে তুষারপাত বাংলায়! সাদা চাদরে মুড়ল সান্দাকফু
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি হয়ে চলেছে।


খবরঅনলাইন ডেস্ক: পূর্ব হিমালয়ে ডিসেম্বর-জানুয়ারিতে যতটা তুষারপাত হয়, তার থেকে অনেকটাই বেশি হয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। এ বার এমনিতেও পূর্ব হিমালয়ে তুষারপাত হয়েছে কমই। তাই অনেকেই ভেবে ছিলেন মরশুমে আর হয়তো বরফ পড়বে না পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থান সান্দাকফুতে।
কিন্তু সবাইকে কার্যত চমকে দিয়ে বরফ পড়ল। শুধু পড়লই না, রীতিমতো ভারী তুষারপাত হল। সাদা চাদরে মুড়ে গেল সাদাকফু-ফালুটের চারপাশ। ল্যান্ডরোভার-বোলেরোর বোনেটেও পুরু বরফ জমে গিয়েছে।

সান্দাকফুর সেই তুষারপাতের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দা ওম গুরুং। সেই ছবিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। মনে হচ্ছে যেন রূপকথার দেশ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি হয়ে চলেছে। উত্তরবঙ্গের সমতলে বেশ কয়েকটি ভারী কালবৈশাখী হয়েছে। সেই সঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও। পাহাড়েও শিলাবৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উঁচু স্থানে এ বার তুষারপাত হল।

তবে দার্জিলিংয়ের আফসোস রয়ে গেল। এই মরশুমে সেখানে বরফ পড়ল না। আর এখন যা পরিস্থিতি তাতে এই মরশুমে আর বরফ পড়বে না। তবে শিলাবৃষ্টি হতে পারে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
Weather Update: ক্ষণিকের স্বস্তি উধাও, মঙ্গলবার থেকে ফের চড়বে পারদ
-
রাজ্য6 hours ago
Bengal Polls Live: ৪টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
রাজ্য1 day ago
Coronavirus Second Wave: আজ কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক, ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশায় রাজ্যবাসী
-
শিক্ষা ও কেরিয়ার18 hours ago
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড